#MamataToNews18 : ‘৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম কর্মসংস্থান’, মোদি সরকারকে আক্রমণ মমতার

Last Updated:
#কলকাতা: কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ব্যর্থ মোদি সরকার ৷ গত পাঁচ বছরে বেকারত্ব সবচেয়ে বড় ইস্যু ৷ তলানিতে কর্মসংস্থান ৷ লোকসভা নির্বাচনের মাঝে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মোদি সরকারের গত পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূলনেত্রীর মুখে ৷ ভারতের শেষ ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে কম কর্মসংস্থান মেদির আমলেই ৷ তাঁর অভিযোগ, দেশের বহু শিক্ষিত যুবক-যুবতীরা বেকার ৷ নতুন করে কাজ পাওয়ার বদলে চাকরি চলে গিয়েছে বহু মানুষের ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদির সরকার কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ফেল ৷ ম্যানিফেস্টোয় মোদিজি দাবি করেছিলেন, প্রতি বছরে ২ কোটি করে পাঁচ বছরে ১০ কোটি মানুষকে কাজ দেবেন ৷ তা হয়নি, উল্টে ২ কোটি মানুষের কাজ চলে গিয়েছে ৷’
advertisement
advertisement
পাঁচ বছরে কৃষকদের জন্য কোনও কাজই করেনি মোদি ৷ কৃষকদের সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মমতার তোপ, ‘কেন্দ্র কৃষকদের জন্য কিছু কাজই করেনি তার প্রমাণ দেশের কৃষকদের অবস্থা ৷ গত ৫ বছরে দেশের ১২ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে হতাশায়, দারিদ্র্যে আত্মহত্যা করেছেন ৷ মোদি জমানায় সরকারের বিরুদ্ধে কৃষকদের বহু মিছিল ও আন্দোলনের সাক্ষী আমাদের দেশ ৷’
advertisement
লোকসভা নির্বাচনের মধ্যে একান্ত সাক্ষাৎকারে মোদি সরকারের পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 : ‘৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম কর্মসংস্থান’, মোদি সরকারকে আক্রমণ মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement