#MamataToNews18 :দলবদলু নেতাদের জন্যই বিজেপির ভোট শেয়ার বেড়েছে: মমতা

Last Updated:

পরিবর্তনের কোনও প্রশ্নই নেই বাংলায় ৷ আমাদের যা আসন ছিল তাই থাকবে, উল্টে বিজেপির যে ২টো আসন ছিল তাও যাবে ৷’

#কলকাতা: মোদি সরকারের মতো এরাজ্যেও বিজেপি দলকে কোনও নম্বর দিতেই নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির গুরুত্ব নয় ভোট শেয়ার বেড়েছে দুর্বল বিরোধীদের কারণেই ৷ লোকসভা নির্বাচনের মাঝে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূলনেত্রীর সাফ কথা, ‘পরিবর্তনের কোনও প্রশ্নই নেই বাংলায় ৷ আমাদের যা আসন ছিল তাই থাকবে, উল্টে বিজেপির যে ২টো আসন ছিল তাও যাবে ৷’ রাজ্যের ৪২ আসনের মধ্যে ৪২টিই দখল করবে তৃণমূল ৷ স্পষ্ট জানিয়ে দিলেন ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনেই উড়বে জোড়াফুলের ধ্বজা ৷
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল যোশীর প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শতাংশ ১০ থেকে বেড়ে ১৭, এতে কোনওভাবে চিন্তায় তৃণমূল? মমতার আত্মবিশ্বাসী দ্বিধাহীন জবাব, ‘সিপিএম কংগ্রেস থেকে বেশ কয়েকজন নেতা ভয় পেয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ কেন্দ্র সরকারের চমক ধমক শুনে বিজেপিতে যাচ্ছেন অনেকে ৷ দলবদলু নেতাদের জন্যই বিজেপির ভোট শেয়ার বেড়েছে ৷’
advertisement
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাহুল যোশীর প্রশ্ন ছিল, ‘এবারের নির্বাচনে অন্যতম ফোকাস রয়েছে পশ্চিমবঙ্গের উপর ৷ কতগুলি আসন পাবে তৃণমূল?’ তৃণমূলনেত্রীর সাফ জবাব, ৪২-এ ৪২টি আসনই পাবে তৃণমূল কংগ্রেস ৷
advertisement
রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবেও বিজেপিকে মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি কখনই প্রধান বিরোধী দল নয় ৷ বিজেপি মিথ্যে কথা বলে অনেক বড়বড় স্বপ্ন দেখায় ৷ পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ মিলেই দেশের সরকার গড়বে ৷ বেশিরভাগ রাজ্যে আসন পাবে না বিজেপি ৷ বিজেপির পুরনো নেতাদেরই আমি শুধু নেতা মানি ৷’
advertisement
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীর প্রশ্নের সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের জনতা ৪২টি আসনই তৃণমূলকেই দেবে ৷’ বিরোধীদের কোনও নম্বর দিতেই নারাজ তৃণমূলনেত্রী ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 :দলবদলু নেতাদের জন্যই বিজেপির ভোট শেয়ার বেড়েছে: মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement