Mamata Banerjee: 'আমাকে শেখানোর দরকার নেই!' বাংলাদেশ নিয়ে মন্তব্যে অখুশি দিল্লি, জবাব দিলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের বিদেশমন্ত্রক৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি: কয়েকদিন আগেই কলকাতায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে অশান্তির জেরে কেউ পশ্চিমবঙ্গে আশ্রয় চাইলে তাঁকে ফেরাবে না রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের বিদেশমন্ত্রক৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সেকথা স্বীকারও করে নেওয়া হয়েছে৷
দিল্লি পৌঁছে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে খুব ভাল ভাবে অবহিত৷ আমি সাত বারের সাংসদ ছিলাম৷ দুবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছি৷ বিদেশমন্ত্রকের নীতি আমি অন্যদের থেকে ভাল জানি৷ আমাকে শেখানোর দরকার নেই৷ বরং সঠিক নিয়মগুলি ওরাই শিখে নিক৷’
advertisement
advertisement
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে৷ তবে বাংলাদেশের কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাঁদের আশ্রয় নিশ্চয়ই দেবো।কারণ রাষ্ট্রপুঞ্জেই সিদ্ধান্ত হয়েছে, উদ্বাস্তু হলে তাঁকে পাশের এলাকা সম্মান জানাবে৷ বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনা, উত্তেজনাতে না যাই৷ ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে৷’
advertisement
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি ঢাকা৷ বাংলাদেশের বিদেশমন্ত্রক কূটনৈতিক ভাবেই বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে আপত্তি জানায়৷ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ধরনের মন্তব্যে বিভ্রান্তি বাড়বে৷
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল জানিয়ে দেন, অন্য কোনও রাষ্ট্র সংক্রান্ত যে কোনও বিষয়ই কেন্দ্রীয় সরকারের অধীনস্ত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'আমাকে শেখানোর দরকার নেই!' বাংলাদেশ নিয়ে মন্তব্যে অখুশি দিল্লি, জবাব দিলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement