Mamata Banerjee: প্রত্যেক বাসিন্দার নাম আসলে একটি সুর, সুরেই হয় সম্বোধন-যোগাযোগ! মেঘালয়ের শিস গ্রামের গল্প মমতার মুখে

Last Updated:

পর্যটনের সেরা গ্রামের স্বীকৃতি আগেই পেয়েছে শিস গ্রাম। 

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
আগরতলা: কংথং কথা এবার মমতা বন্দোপাধ্যায়ের মুখে৷ মেঘালয়ের প্রথম রাজনৈতিক সভায় মমতা বন্দোপাধ্যায় শিস গ্রামের কথা বলেছেন৷ এই গ্রাম যা দেশ বিদেশের মানুষের কাছে ভীষণ পরিচিত। শিস দেওয়ার বৈশিষ্ট্যের জন্য এর আগেও শিরোনামে এসেছে কংথং গ্রাম ৷ শিসের রহস্য লুকিয়ে আছে গ্রামবাসীদের নামে এবং সম্বোধনে ৷
এই গ্রামের প্রত্যেক বাসিন্দার নাম প্রকৃতপক্ষে এক একটি সুর ৷ কোনও নির্দিষ্ট শব্দবন্ধের পরিবর্তে তাঁদের সম্বোধন করা হয় ওই সুরেই ৷ মেঘালয়ে ইস্ট খাসি হিলস জেলায় সোহরা এবং পাইনুরসলা শৈলশ্রেণির মাঝে ছবির মতো কংথং গ্রাম ৷ প্রচলিত প্রাচীন রীতি অনুযায়ী, এই গ্রামে কোনও শিশুর জন্ম হলেই নবজাতকের মা তাঁর সন্তানের জন্য একটি নির্দিষ্ট সুর মনে মনে তৈরি করে নেন ৷ তার পর ওই সুরেই ডাকতে থাকেন সন্তানকে ৷ ক্রমে সেটাই হয়ে যায় তার পরিচয় ৷ অপূর্ব নিসর্গের পাশাপাশি এই সুরেলা সম্বোধনও গ্রামের অন্যতম আকর্ষণ। মেঘালয়ের কংথং এবং এই এলাকার বেশ কিছু পাহাড়ি গ্রামে আসলে এমনটাই রীতি। পরস্পরকে সুরে সুরে ডাকেন গ্রামের মানুষ।
advertisement
আরও পড়ুন- বন্ধুর বোনের সঙ্গে প্রেম, ধর্মের বেড়া ভেঙেই বিয়ে করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এই তারকা ক্রিকেটার
এই গ্রামগুলির বৈশিষ্ট্য হল, একে-অন্যের সঙ্গে যোগাযোগ করতে হয় সুরে সুরেই। মূলত খাসি সম্প্রদায়ের মানুষদের এ এক অদ্ভুত সুন্দর রীতিপাহাড়ের কোলে সাজানো কংথং গ্রামে পর্যটকরা যান এই সুরেলা সম্বোধনের সাক্ষী হতে ৷ তবে এত দিন মেঘালয়ের গ্রামপর্যটনের মধ্যে সবথেকে বেশি নজর কেড়ে নিয়েছে মওলিংনং ৷ ইস্ট খাসি হিলস জেলায় এই গ্রামের পরিচয় ‘এশিয়া মহাদেশের পরিচ্ছন্নতম গ্রাম’ হিসেবে ৷ গাছের শিকড়ে তৈরি প্রাকৃতিক সেতুর পাশাপাশি এই গ্রামও তার জায়গা করে নিয়েছে মেঘালয়মুখী পর্যটকদের ভ্রমণ তালিকায় ৷ অনেকেই এ গ্রামে হোম স্টে আতিথ্যের স্বাদ নেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
পর্যটনপ্রেমীদের আশা,  এ বার মওলিননঙের পাশাপাশি জনপ্রিয়তার সারিতে উঠে আসবে শিসগ্রাম কংথং-ও ৷ এ গ্রাম শিস দেয় ৷ তাই ইংরেজিতে এর পোশাকি নাম ‘হুইসলিং ভিলেজ’ ৷ পাখির মতো শিস দেওয়া মেঘালয়ের সেই গ্রাম কংথঙের  মুকুটে নতুন পালক ৷ রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন সংস্থা বা ইউনাইটেড নেশনস ওয়র্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন  এই গ্রামকে মনোনীত করেছে ‘পর্যটনের সেরা গ্রাম’ হিসেবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: প্রত্যেক বাসিন্দার নাম আসলে একটি সুর, সুরেই হয় সম্বোধন-যোগাযোগ! মেঘালয়ের শিস গ্রামের গল্প মমতার মুখে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement