‘বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখে কংগ্রেসের সঙ্গেই সরকার গড়ুন’, কুমারস্বামীকে ফোনে মমতার

Last Updated:

‘বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখে কংগ্রেসের সঙ্গেই সরকার গড়ুন’, কুমারস্বামীকে ফোনে মমতার

 #বেঙ্গালুরু: কর্ণাটকের রাজনীতিতে বাংলার স্পর্শ ৷ রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে পরামর্শ করতে এইচ ডি কুমারস্বামীকে ফোন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেডিএস প্রধান কুমারস্বামীকে কোনওভাবেই বিজেপির সঙ্গে জোটে না যাওয়ার পরামর্শ মমতার ৷
কর্ণাটকে নাটক অব‍্যাহত। ভোটযুদ্ধের পর চরমে স্নায়ুযুদ্ধ। সরকার গড়তে কাকে ডাকবেন রাজ‍্যপাল বাজুভাই ভালা? এখন সেটাই কোটি টাকার প্রশ্ন ৷ তারই মধ্যে জেডিএস প্রধান, তথা কংগ্রেসের সমর্থনে মুখ‍্যমন্ত্রীর দাবিদার, এইচ ডি কুমারস্বামীর অভিযোগ, সরকার গড়তে তাদের বিধায়ক কেনার চেষ্টা শুরু করে দিয়েছে বিজেপি। ১০০ কোটি টাকা ও মন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে।
advertisement
কর্ণাটকে সরকার গড়তে মরিয়া বিজেপি। ইতিমধ্যেই জেডিএস, কংগ্রেস বিধায়কদের টাকা দিয়ে ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই অবস্থায় কর্ণাটকে কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার অনুরোধ জানিয়ে জেডিএস প্রধান কুমারস্বামীকে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে এককাট্টা থাকার জন্যও কুমারস্বামীকে অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে এককাট্টা থাকুন ৷ কংগ্রেসের সমর্থনে সরকার গড়ুন ৷’
advertisement
advertisement
আরও পড়ুন
কর্ণাটকে জটিল রাজনৈতিক অঙ্কের মাঝেই তৃণমূল সুপ্রিমোর ফোন জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণের জল্পনাকে আরও জোরালো করেছে ৷ গতকালও নির্বাচনী ফলাফল বেরনোর পর সরকার গঠনে কংগ্রেস-জেডিএস সমঝোতার সিদ্ধান্তে খুশি জেডিএস নেতা এইচডি দেবেগৌড়াকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। দেবগৌড়ার প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘কর্ণাটকে দেবগৌড়াজির দলের ভাল ফলের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি ৷ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর কাছে কৃষক সমস্যা নিয়ে গিয়েছিলাম ৷ দেবগৌড়াজি আমাকে সাহায্য করেছিলেন ৷’
advertisement
ত্রিশঙ্কু কর্নাটকে এবার বিজেপি পেয়েছে ১০৪টি আসন। কংগ্রেস ৭৮টি। জেডিএস ৩৮টি। নির্দল ২টি। ভোটের ফল ঘোষণার পরে, জেডিএসকে সমর্থনের কথা ঘোষণা করে কংগ্রেস। অর্থা‍‍ৎ, কংগ্রেস ও জেডিএসের মোট বিধায়ক সংখ‍্যা এখন ১১৬। যা ম‍্যাজিক ফিগার ১১২-র থেকে বেশি। সব মিলিয়ে জমজমাট কর্ণাটক নাটক ৷ সরকার গড়া নিয়ে বিজেপি ও কংগ্রেস-জেডিএস-এর মধ্যে দড়ি টানাটানি অব্যাহত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখে কংগ্রেসের সঙ্গেই সরকার গড়ুন’, কুমারস্বামীকে ফোনে মমতার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement