#দিল্লি: সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের আগেই বিরোধী জোট নিয়ে আরও জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বুঝিয়ে দিয়েছেন, বিরোধী জোটের মুখ কে হবেন তা নিয়ে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে৷ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিরোধী জোট গঠনকেই এখন অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ এ দিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আগামী দিনে নরেন্দ্র মোদির সঙ্গে গোটা দেশের লড়াই হবে৷
মুখ্যমন্ত্রী এ দিন বুঝিয়ে দিয়েছেন, ২০২৪ পর্যন্ত অপেক্ষা করা নয়৷ উত্তর প্রদেশে বিজেপি-র বিজয়রথ থামিয়ে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ আর উত্তর প্রদেশে বিজেপি-কে হারাতে গেলেও যে বিরোধী দলগুলির একজোট হওয়া প্রয়োজন, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বুঝিয়ে দিয়েছেন, যে রাজ্যে যে বিরোধী দল শক্তিশালী, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকেই সাহায্য করতে হবে অন্যান্যদের৷ মমতা বুঝিয়ে দিয়েছেন, বাংলার নির্বাচনী সাফল্যকে সামনে রেখে বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করাই তার লক্ষ্য৷
লোকসভা নির্বাচনের আগে যে তিনি বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিকেও পাখির চোখ করেছেন, তা মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনও সেই কথারই পুনরাবৃত্তি করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি।কোভিড সঙ্কট মিটে গেলে আমরা বৈঠক করতে পারি।'
কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সোনিয়া গান্ধীও বিরোধী ঐক্য চাইছেন। এখন অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে।' তবে বিরোধী জোট গঠনের কাজে তাড়াহুড়ো চান না তৃণমূলনেত্রী৷ বরং সবার মতামত নিয়েই এগনোর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Narendra Modi, Opposition alliance, Sonia Gandhi