Samik Bhattacharya: শমীকের উপরে চটলেন খাড়গে! বিজেপি সাংসদকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি

Last Updated:

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য যা বলেছেন, তা রাজ্যসভার রেকর্ডে নথিভুক্ত করা হয়নি৷

শমীক ভট্টাচার্যের বহিষ্কার দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে৷
শমীক ভট্টাচার্যের বহিষ্কার দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে৷
নয়াদিল্লি: তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে৷ এ দিন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় বার বার বাধা দেওয়ার চেষ্টা করেন শমীক ভট্টাচার্য৷ এর পরেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানান খাড়গে৷
এ দিন জিরো আওয়ারে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে বাংলাকে ভাগের চক্রান্ত করার অভিযোগ তোলেন৷ সামিরুল বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য ভারত সরকারের কাছে স্পেশ্যাল প্যাকেজের দাবি জানাচ্ছি৷ আর যারা বাংলার বিভাজন করার চক্রান্ত করছেন, তা বন্ধ করার দাবি জানাচ্ছি৷ প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে গিয়ে বলেছিলেন, তিনি বাংলাকে ভালবাসেন৷ পরের বার বাংলায় জন্মগ্রহণ করতে চান৷ বাংলাকে এত ভালবাসলে বাংলার ন্যায্য পাওনা কেন মেটাচ্ছেন না? সবশেষে বলি, সর্বশক্তি দিয়েও বাংলাক ভাগ করতে পারবেন না৷’
advertisement
অভিযোগ, সামিরুল যখন বক্তব্য রাখছিলেন তখন বার বার উঠে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য৷ তৃণমূল সাংসদ মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করে বার বার সামিরুলকে বাধা দেওয়ার চেষ্টা করেন শমীক৷
advertisement
advertisement
তৃণমূল সাংসদের বক্তব্য শেষ হতেই উঠে দাঁড়িয়ে শমীকের এই আচরণের প্রতিবাদ জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে৷ শমীক ভট্টাচার্যের নাম না রাজ্যসভার ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি বার বার বলেন এখানে উপস্থিত সব সদস্যকে সম্মান করতে৷ সবাই যেন নিজেদের বক্তব্য রাখতে পারেন, সেই পরামর্শও আপনি দিয়েছেন৷ কিন্তু একজন সদস্য বার বার অন্যরা বক্তব্য রাখার সময় বাধা দেওয়ার চেষ্টা করছেন, বিরক্ত করছেন৷ প্রতিটি শব্দেই বাধা দেওয়ার চেষ্টা করছেন তিনি৷ এই আচরণ মেনে নেওয়া যায় না৷ আপনার কাছে অনুরোধ, ওই সাংসদকে আপনি বহিষ্কার করুন৷’
advertisement
যদিও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য যা বলেছেন, তা রাজ্যসভার রেকর্ডে নথিভুক্ত করা হয়নি৷ বিরোধী দলনেতা যে পরামর্শ দিয়েছেন, তা মেনে চলার জন্যও সব সাংসদকে অনুরোধ করেন তিনি৷ যদিও শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং৷ অভিযোগ, এ দিন সকালে আর এক তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বক্তব্য রাখার সময়ও বাধা দেওয়ার চেষ্টা করেন শমীক৷
advertisement
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডণ করে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, সামিরুল ইসলাম ভুল তথ্য তুলে ধরে রাজ্যসভাকে বিভ্রান্ত করছিলেন৷ তার প্রতিবাদেই পাল্টা স্লোগান দিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Samik Bhattacharya: শমীকের উপরে চটলেন খাড়গে! বিজেপি সাংসদকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement