India Maldives Conflict: ভারত বিরোধী মন্তব্য তিন মন্ত্রীর, মালদ্বীপকে বয়কট ভারতীয়দের! লাক্ষাদ্বীপ নিয়ে চরমে সংঘাত

Last Updated:

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে৷ লাক্ষাদ্বীপ সফরের সময় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সামুদ্রিক বিনোদনের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মালদ্বীপ সফর বাতিল করছেন ভারতীয়রা৷ ছবি- রয়টার্স
মালদ্বীপ সফর বাতিল করছেন ভারতীয়রা৷ ছবি- রয়টার্স
নয়াদিল্লি: নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে চরমে উঠল ভারত এবং মালদ্বীপের কূটনৈতিক চাপানউতোর৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত বিরোধী অবস্থানের জন্য বহু ভারতীয় মালদ্বীপ ভ্রমণ বাতিল করে দিয়েছেন৷ ইতিমধ্যেই ভারত বিরোধী মন্তব্য এবং সামাজিক মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমানের জন্য নিজেদের তিন মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপ সরকার৷
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে৷ লাক্ষাদ্বীপ সফরের সময় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সামুদ্রিক বিনোদনের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পরেই লাক্ষাদ্বীপ নিয়ে ভারতীয়রা তো বটেই, বিদেশী পর্যটকদের কৌতূহলও উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়৷ বলা ভাল, পর্যটনের ক্ষেত্রে মালদ্বীপকে কড়া চ্যালে়ঞ্জ ছু়ড়ে দিতে শুরু করে লাক্ষাদ্বীপ৷
advertisement
advertisement
যেহেতু মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা একই ধরনের, তাই বহু ভারতীয়ই মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার উৎসাহ দেখাতে শুরু করেন৷
নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের সময়ই কূটনৈতিক বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, মালদ্বীপকে চাপে ফেলাই প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের অন্যতম উদ্দেশ্য৷ কারণ বর্তমানে প্রেসিডেন্ট মহম্মদ মুইজজুর নেতৃত্বে যে সরকার মালদ্বীপে ক্ষমতায় রয়েছে, তারা চিনপন্থী হিসেবেই পরিচিত৷ গত বছর নভেম্বর মাসে মালদ্বীপের নতুন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে৷ বরং পূর্বতন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ অনেক বেশি ভারত পন্থী বলে পরিচিত ছিলেন৷
advertisement
নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর থেকেই সমাজমাধ্যমে একের পর এক ভারত বিরোধী পোস্ট করতে শুরু করেন মালদ্বীপের কয়েক জন মন্ত্রী এবং সেদেশের শাসক দলের নেতারা৷ এমন কি, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেও পোস্ট করা হয় বলে অভিযোগ৷ বিষয়টি নয়াদিল্লির যেমন নজর এড়ায়নি, সেরকমই বহু ভারতীয় মালদ্বীপের এই ভারত বিরোধী অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ সমাজমাধ্যমে অনেকেই প্রমাণ সহ জানিয়ে দেন, তাঁরা মালদ্বীপ সফর বাতল করছেন৷
advertisement
advertisement
মালদ্বীপের অর্থনীতি অনেকটাই পর্যটন ব্যবসার উপরে নির্ভরশীল৷ প্রতি বছর হাজার হাজার ভারতীয় মালদ্বীপে বেড়াতে যান৷ ফলে ভারতীয়রা বিমুখ হতেই মালদ্বীপ সরকারের টনক নড়ে৷ তড়িঘড়ি বিবৃতি দিয়ে মালদ্বীপ সরকার দাবি করে, মন্ত্রীদের করা ভারত বিরোধী মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির৷ এর সঙ্গে মালদ্বীপ সরকারের কোনওরকম যোগ নেই৷ ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করে মন্তব্য করার জন্য কয়েকজন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানিয়ে দেয় মালদ্বীপ সরকার৷
advertisement
তবে মালদ্বীপ সরকারের এই তৎপরতাতেও রাগ কমছে না ভারতীয়দের৷ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মালদ্বীপের মন্ত্রীদের এই ভারত বিরোধী মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন অক্ষয় কুমার, জন আব্রাহাম, শ্রদ্ধা কপূরের মতো তারকারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Maldives Conflict: ভারত বিরোধী মন্তব্য তিন মন্ত্রীর, মালদ্বীপকে বয়কট ভারতীয়দের! লাক্ষাদ্বীপ নিয়ে চরমে সংঘাত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement