#মালদহ: অষ্টম নেতাজি সুভাষ গেমসে মেয়েদের তাইকোন্ডো বিভাগে রুপো পদক জিতে নজির গড়লেন মালদহের কলেজ ছাত্রী পুজা মিশ্রা। তিনি ৫৩ কেজি বিভাগে রূপো পদক জিতেছেন। এছাড়াও অনিক বিশ্বাস ছেলেদের তাইকোন্ডো বিভাগে নিজস্ব চারটি ইভেন্টে তিনটি পদক জিতে বিশেষ নজির গড়লেন। মেয়েদের তাইকোন্ডো বিভাগে সুশ্রী ধর আরও দুটি পদক জিতেছেন।
মালদহ জেলা মোট ৬ টি পদক জিতে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। মালদহের তাইকোন্ডো খেলোয়ারদের এমন সাফল্য খুশি জেলার ক্রীড়া মহল। পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ ক্রিয়া প্রতিযোগিতা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজ্য স্তরের অষ্টম নেতাজি সুভাষ গেমস ২০২২ অনুষ্ঠিত হয়। গত ১৪ থেকে ও ১৬ ই মে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মালদহ জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় মোট ১৩ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে তিনজন পদক জিতেছেন। প্রতিবছর স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবছর মালদহ জেলা অনুষ্ঠিত হয়েছিল রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। সংস্থার নিয়ম অনুযায়ী রাজ্য চ্যাম্পিয়নশিপের প্রতিটি বিভাগে অংশগ্রহণকারী প্রথম আট জন করে খেলোয়াড় রাজ্য গেমসে খেলার ছাড়পত্র পেয়ে থাকেন। ১৮ বছরের ঊর্ধ্বে খেলোয়াড়রাই শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়ে থাকেন।
আরও পড়ুন - Chandannagar News: জলদস্যুর হাত থেকে মুক্তি পেতে ‘গণেশজননী’-র পুজো, আজও হয় ঐতিহ্য মেনে
এ বছর ২০০৪ সালের পরে যাদের জন্ম তারাই শুধুমাত্র খেলার ছাড়পত্র পেয়েছেন। মালদহ জেলা থেকে মোট ১৩ জন প্রতিযোগী একাধিক ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। তিনজন প্রতিযোগী মোট ছয়টি পদক জিতে বিশেষ নজির গড়েছে। মালদহ জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভাস্কর ভৌমিক বলেন, মালদহ জেলার তাইকোন্ডো আরো সংগঠিত করতে হবে। ধীরে ধীরে জেলার তাইকোন্দো খেলোয়াড়েরা সাফল্যের শিখরে পৌঁছেছে। আমরা জেলার সফল খেলোয়াড়দের এমন সাফল্যের খুশি। জেলার বিভিন্ন প্রান্তে বহু তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্র ক্লাব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা সকল ক্লাবদের আহবান করব তারা যেন সংগঠিত হয়ে একটি ছাতার তলায় এসে সংস্থার সাথে যুক্ত হন। তবে আগামীতে আরো সাফল্য আসবে মালদহ জেলার।
Harashit Singha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।