সরকারি হাসপাতালে নার্সদের নাচ-গানের TikTok ভিডিও ভাইরাল! নিন্দার ঝড়

Last Updated:

ভিডিও-য় দেখা যাচ্ছে, সরকারি হাসপাতালের নার্সের ইউনিফর্ম পরে নাচ ও গান করছেন৷ পাউট করে নানা অঙ্গভঙ্গি করছেন৷ পঞ্জাবি ও হিন্দি সিনেমার চটুল গানে নাচছেন৷ সিনেমার কিছু সংলাপ বলছেন৷

#ভুবনেশ্বর: শয়ে শয়ে রোগী৷ বেডের সংখ্যা তুলনায় কম৷ সরকারি হাসপাতালে যেমন হয় আর কী! এ হেন সরকারি হাসপাতালেই কর্তব্যরত নার্সরা মজলেন TikTok-এ ভিডিও শেয়ার করার খেলায়৷ ওড়িশার মালকানগিরির সরকারি হাসপাতালে নার্সদের লিপস্টিক মেখে, সাজগোজ করে করা সেই ভিডিও আপাতত ভাইরাল৷ ঘটনায় তাজ্জব ওড়িশার স্বাস্থ্য দফতরও৷
ছবি সৌজন্য: TikTok ছবি সৌজন্য: TikTok
তিনটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ৩ জন কম বয়সি নার্স নানা অঙ্গভঙ্গি করে নাচ-গান করছেন৷ বুধবার সেই TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, সরকারি হাসপাতালের নার্সের ইউনিফর্ম পরে নাচ ও গান করছেন৷ পাউট করে নানা অঙ্গভঙ্গি করছেন৷ পঞ্জাবি ও হিন্দি সিনেমার চটুল গানে নাচছেন৷ সিনেমার কিছু সংলাপ বলছেন৷
advertisement
advertisement
একটি ভিডিও শ্যুট করা হয়েছে, প্রসূতি বিভাগে৷ একটি ভিডিও-এ দেখা যাচ্ছে, নার্স এক সদ্যোজাতকে কুলে তুলে নাচছেন৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'জিসকো দুয়াওঁ মে মাঙ্গা, তু হি ওহি রহনুমা৷' হাসপাতালের সুপার ও জেলার অতিরিক্ত মেডিক্যাল অফিসার স্বপন কুমার দিন্দার কথায়, 'এই প্রথম এখানে এই ধরনের ঘটনা ঘটল৷ আমরা বিস্মিত৷ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ ভিডিওতে যে নার্সদের দেখা গিয়েছে, তাঁদের শো-কজ করা হয়েছে৷'
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি হাসপাতালে নার্সদের নাচ-গানের TikTok ভিডিও ভাইরাল! নিন্দার ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement