সরকারি হাসপাতালে নার্সদের নাচ-গানের TikTok ভিডিও ভাইরাল! নিন্দার ঝড়
Last Updated:
ভিডিও-য় দেখা যাচ্ছে, সরকারি হাসপাতালের নার্সের ইউনিফর্ম পরে নাচ ও গান করছেন৷ পাউট করে নানা অঙ্গভঙ্গি করছেন৷ পঞ্জাবি ও হিন্দি সিনেমার চটুল গানে নাচছেন৷ সিনেমার কিছু সংলাপ বলছেন৷
#ভুবনেশ্বর: শয়ে শয়ে রোগী৷ বেডের সংখ্যা তুলনায় কম৷ সরকারি হাসপাতালে যেমন হয় আর কী! এ হেন সরকারি হাসপাতালেই কর্তব্যরত নার্সরা মজলেন TikTok-এ ভিডিও শেয়ার করার খেলায়৷ ওড়িশার মালকানগিরির সরকারি হাসপাতালে নার্সদের লিপস্টিক মেখে, সাজগোজ করে করা সেই ভিডিও আপাতত ভাইরাল৷ ঘটনায় তাজ্জব ওড়িশার স্বাস্থ্য দফতরও৷
তিনটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ৩ জন কম বয়সি নার্স নানা অঙ্গভঙ্গি করে নাচ-গান করছেন৷ বুধবার সেই TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, সরকারি হাসপাতালের নার্সের ইউনিফর্ম পরে নাচ ও গান করছেন৷ পাউট করে নানা অঙ্গভঙ্গি করছেন৷ পঞ্জাবি ও হিন্দি সিনেমার চটুল গানে নাচছেন৷ সিনেমার কিছু সংলাপ বলছেন৷
advertisement
advertisement
একটি ভিডিও শ্যুট করা হয়েছে, প্রসূতি বিভাগে৷ একটি ভিডিও-এ দেখা যাচ্ছে, নার্স এক সদ্যোজাতকে কুলে তুলে নাচছেন৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'জিসকো দুয়াওঁ মে মাঙ্গা, তু হি ওহি রহনুমা৷' হাসপাতালের সুপার ও জেলার অতিরিক্ত মেডিক্যাল অফিসার স্বপন কুমার দিন্দার কথায়, 'এই প্রথম এখানে এই ধরনের ঘটনা ঘটল৷ আমরা বিস্মিত৷ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ ভিডিওতে যে নার্সদের দেখা গিয়েছে, তাঁদের শো-কজ করা হয়েছে৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2019 8:48 PM IST