Varanasi station fire: পুড়ে ছাই হয়ে গেল দুশো মোটরসাইকেল- স্কুটি, বারাণসী রেল স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:

শুক্রবার প্রায় মধ্যরাতে এই আগুন লাগে বলে খবর৷ শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে বলে খবর৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বারাণসী: উত্তর প্রদেশের বারাণসী রেল স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ পুড়ে ছাই হয়ে গেল দুশো মোটরসাইকেল এবং স্কুটি৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু সাইকেলও৷
শুক্রবার প্রায় মধ্যরাতে এই আগুন লাগে বলে খবর৷ শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে বলে খবর৷ দ্রুত সেই আগুন স্টেশনের বাইরে মোটরসাইকেল, স্কুটি. সাইকেল রাখার পার্কিং লটে ছড়িয়ে পড়ে৷
advertisement
advertisement
দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভাতে আসে৷ দমকলকর্মীদের সাহায্যে নামে আরপিএফ এবং পুলিশ কর্মীরাও৷ দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু ততক্ষণে ভষ্মীভূত হয়ে যায় দুশো বাইক এবং স্কুটি৷
জানা গিয়েছে, যে মোটরসাইকেল এবং স্কুটিগুলিতে আগুন লাগে, সেগুলি মূলত রেলকর্মীদেরই৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত এগারোটা নাগাদ প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে৷ কিন্তু সেই আগুন নিভিয়ে ফেলা হয়৷ কিছুক্ষণের মধ্যেই ফের সেই আগুন বড় আকার ধারণ করে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Varanasi station fire: পুড়ে ছাই হয়ে গেল দুশো মোটরসাইকেল- স্কুটি, বারাণসী রেল স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement