আকাশপথে ফের দুর্ঘটনা! ভোরবেলা কেদারনাথ যাত্রার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার! ৭ জনের মৃত্যুর আশঙ্কা
- Published by:Tias Banerjee
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Kedarnath Helicopter Crash: উত্তরাখণ্ডে চলছে চারধাম যাত্রা। এই যাত্রার মাঝেই রবিবার সকালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল কেদারনাথ ধামে।
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিভীষিকা কাটতে না কাটতে দেশের আকাশে ফের দুর্ঘটনার খবর। সপ্তাহান্তে রবিবাসরীয় ভোরে শেষ হয়ে গেলেন তীর্থযাত্রীরা! রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, সকলেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আর্যন কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গৌরিকুণ্ড ও ত্রিজুগিনারায়ণ এলাকার মাঝামাঝি। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট-সহ ৭ জন ছিলেন। ভোর ৫টা ১৭ নাগাদ বিমান ওড়ে গুপ্তকাশী থেকে।উত্তরাখণ্ডের এডিজি (আইন ও শৃঙ্খলা) ডঃ ভি মুরুগেশনের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল। গৌরিকুণ্ডে পৌঁছে হঠাৎ সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement
advertisement
উল্লেখযোগ্য যে, এবারের চারধাম যাত্রার সময় বিভিন্ন ধামে একাধিকবার হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এমনকি একাধিকবার জরুরি অবতরণও করতে হয়েছে। সম্প্রতি একটি হেলিকপ্টার মাঝ রাস্তার উপর জরুরি অবতরণ করেছিল। যাত্রার শুরুতেও একবার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে, যেখানে বহু মানুষের মৃত্যু হয়।
advertisement
রবিবারের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Most distressingly, another civil aviation tragedy reported today morning, this time from Uttarakhand, in the Kedarnath – Gaurikund – Guptakashi region. 7 people were on board in the helicopter including a child and the pilot, and there has been a reported crash with worst being…
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025
advertisement
এই ধরনের ধারাবাহিক দুর্ঘটনার কারণে কেদারনাথ রুটে হেলিকপ্টার পরিষেবার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন ৬০টি ট্রিপ কমানো হয়েছে। সাধারণত এই রুটে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি হেলিকপ্টার ট্রিপ হয়। DGCA (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) এই সিদ্ধান্ত নিয়েছে নিয়মিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে। দিন প্রতি ২০০ সর্টি থেকে কমিয়ে ৬০ সর্টি করে দিয়েছিল ডিজিসিএ। চারধাম যাত্রার রিয়েলটাইম মনিটরিং, সারপ্রাইজ ইন্সপেকশন-ও বাড়ানো হয়েছিল ডিজিসিএর তরফে। তার মধ্যেই ফের বড়সড় বিপর্যয় ঘটল আজ।
advertisement
DGCA কেদারনাথ রুটে হেলিকপ্টার চলাচলে কড়া বিধি প্রয়োগ করেছে। নতুন নির্দেশ অনুযায়ী, গুপ্তকাশী থেকে প্রতি ঘণ্টায় দু’বার করে হেলিকপ্টার উড়তে পারবে। অর্থাৎ, দিনে মোট ৮ ঘণ্টায় ১৬ বার হেলিকপ্টার পরিষেবা চালু থাকবে।
দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা চারধাম যাত্রাকে আবার শোকাচ্ছন্ন করে তুলল। প্রশাসনের কাছে প্রশ্ন উঠছে, এই পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে কি না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 8:16 AM IST