Noida Viral Video: থরের ধাক্কায় উড়ে গিয়ে নর্দমায় যুবক, নয়ডার রাস্তায় হাড় হিম করা কাণ্ড! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার এমনই হাড় হিম করা দৃশ্যের সাক্ষী থাকল উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ৫৩৷
রক্তাক্ত আহত অবস্থায় এগিয়ে আসছেন একজন শক্তপোক্ত চেহারার যুবক৷ আর ঠিক তার পিছনে তাঁকে তাড়া করে দ্রুত গতিতে এগিয়ে আসছে একটি মহিন্দ্রা থর গাড়ি৷ বিপদ বুঝে রাস্তার একেবারে ধারে সরে গিয়েও পার পেলেন না যুবক৷ পিছন থেকে এসে ইচ্ছাকৃত ভাবে গাড়িটি ধাক্কা মেরে ওই যুবককে কার্যক উড়িয়ে দিয়ে রাস্তার ধারের নর্দমার ভিতরে ফেলে দিল৷
মঙ্গলবার এমনই হাড় হিম করা দৃশ্যের সাক্ষী থাকল উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ৫৩৷ জানা গিয়েছে, ইনস্টাগ্রামে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই যুবকের সঙ্গে এক ব্যক্তির বিবাদের সূত্রপাত৷ যা শেষ পর্যন্ত মারামারিতে গড়ায়৷ মঙ্গলবার নয়ডায় রাস্তার উপরে প্রথমে হাতাহাতিতে জড়ান দু জন৷ তার পরই ওই যুবককে পিছন থেকে এসে পিষে দেওয়ার চেষ্টা করেন ওই থর গাড়িটির চালক৷
advertisement
NOIDA
थार… थार…एक बार फिर थार चालक की रंगबाजी!
लहूलुहान युवक को पीटा फिर थार से मारी टक्कर!
सेक्टर 53 का मामला!
PS 24 pic.twitter.com/XRU5w5G87n— हिमांशु शुक्ल (@himanshu_kanpur) June 3, 2025
advertisement
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দু পক্ষই নিজেদের পূর্ব পরিচিত৷ ইনস্টাগ্রামে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সেই বিবাদ চরম আকার নেয়৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিবাদের শুরু থেকেই পরস্পরকে আক্রমণ করার চেষ্টা করছিলেন ওই দু জন৷ এর পর থর গাড়িটির চালক পিছন থেকে এসে দ্বিতীয় জনকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে নর্দমার মধ্যে ফেলে দেন৷ এর পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত গাড়ি চালক৷ বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ইচ্ছাকৃত আঘাত করা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় পুলিশ মামলা দায়ের করেছে৷ পলাতক গাড়ি চালককে চিহ্নিত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 11:38 PM IST