Maharastra Protest: ‘সব বহিরাগত!,’ শিণ্ডে সরকারকে অপমান করতেই বিক্ষোভ, নাবালিকা-শ্লীলতাহানি কাণ্ডে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

Last Updated:

তিনি জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন বিক্ষোভকারীদের সমস্ত দাবি মানতে রাজি হয়েছেন, কিন্তু, তাও বিক্ষোভকারীরা বিক্ষোভ থামাচ্ছেন না৷ শিণ্ডের মতে, ‘‘এতেই বোঝা যাচ্ছে, এরা শুধু রাজ্য সরকারেরই অসম্মান করতে চাইছে৷’’

মহারাষ্ট্র: ঠাণের বদলাপুরের স্কুলে দুই নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘিরে এখন উত্তাল মহারাষ্ট্র৷ রেল রোকো কর্মসূচি থেকে শুরু করে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ৷ তার উপরে আগুনে ঘি ঢেলেছে ঘটনার ১১ ঘণ্টা পরে এফআইআর দায়ের করার ঘটনা৷ বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘লড়কি বহিন যোজনা’র টাকা নয়, মেয়েদের নিরাপত্তা চাই৷
তবে এই ঘটনায় দানা বাঁধা বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিরোধীদের চক্রান্ত এবং বহিরাগতদের তাণ্ডব বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের শিবশেনা (শিণ্ডে)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে৷
এদিন শিণ্ডে বলেন, ‘‘এই প্রতিবাদ আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, কারণ বিক্ষোভকারীদের কেউই স্থানীয় বাসিন্দা নন৷ যে সমস্ত স্থানীয় বাসিন্দা এইঈ সমস্ত বিক্ষোভে শামিল হয়েছেন, তাঁদের সংখ্যা হাতে গোনা যাবে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: সন্দীপ ঘোষের পরিবারকে-বাড়িতে এবার নিরাপত্তা! নির্দেশ কলকাতা হাইকোর্টের
তিনি জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন বিক্ষোভকারীদের সমস্ত দাবি মানতে রাজি হয়েছেন, কিন্তু, তাও বিক্ষোভকারীরা বিক্ষোভ থামাচ্ছেন না৷ শিণ্ডের মতে, ‘‘এতেই বোঝা যাচ্ছে, এরা শুধু রাজ্য সরকারেরই অসম্মান করতে চাইছে৷’’
ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টে ঘটনার বিচার দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ শিবসেনা (ইউবিটি), এনসিপি (এসসিপি) এবং কংগ্রেসের বিরোধী মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোট আগামী ২৪ অগাস্ট ঘটনার দ্রুত বিচারের দাবিতে মহারাষ্ট্রজুড়ে বনধ ডেকেছে৷ বদলাপুরের ঘটনা নিয়ে বিরোধীরা আলোচনাতেও বসেছে দফায় দফায়৷
advertisement
গত সপ্তাহে ঠাণের বদলাপুরের একটি স্কুলে কর্মরত সাফাইকর্মীর বিরুদ্ধে স্কুলেরই দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে৷ বছর চব্বিশের ওই সাফাইকর্মীকে তৃতীয় একটি সংস্থা দ্বারা ওখানে কাজ দেওয়া হয়েছিল৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ কর্তব্যে গাফিলতি এবং ব্যবস্থা নেওয়ায় গড়িমসি করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষিকা ও শ্রেণি শিক্ষিকা৷ কিন্তু, তার পরেও পড়ুয়াদের নিরাপত্তা এবং স্কুল কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধ গত মঙ্গলবার থেকে পথে নেমেছেন মহারাষ্ট্রের বহু মানুষ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharastra Protest: ‘সব বহিরাগত!,’ শিণ্ডে সরকারকে অপমান করতেই বিক্ষোভ, নাবালিকা-শ্লীলতাহানি কাণ্ডে দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement