Sandip Ghosh: সন্দীপ ঘোষের পরিবারকে-বাড়িতে এবার নিরাপত্তা! নির্দেশ কলকাতা হাইকোর্টের

Last Updated:

Sandip Ghosh: সন্দীপ ঘোষের স্ত্রী ও শ্বশুরমশাই সন্দীপের বাড়ির নিরাপত্তার আবেদন জানান হাইকোর্টে।

এবার সন্দীপ ঘোষের পরিবারকে নিরাপত্তা
এবার সন্দীপ ঘোষের পরিবারকে নিরাপত্তা
কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পরিবার এবং তার বাসস্থানের উপযুক্ত পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল হাইকোর্ট। যে কোনও অসুবিধায় পরিবারের পাশে দাঁড়াতে হবে বেলেঘাটা থানাকে এবং উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ।
প্রসঙ্গত, সন্দীপ ঘোষের স্ত্রী ও শ্বশুরমশাই সন্দীপের বাড়ির নিরাপত্তার আবেদন জানান হাইকোর্টে। সন্দীপ ঘোষের দুই সন্তান ও শাশুড়িও একই বাড়িতে থাকেন বলে সূত্রের খবর।
advertisement
আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষের পরিবার অনবরত হুমকির শিকার হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। প্রচুর মানুষ দফায় দফায় বড়ির সামনে জমায়েত করছেন বলেও জানান পরিবারের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।
advertisement
সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই পরিস্থিতি বুঝে পুলিশ মোতায়েন হয়েছে। পুলিশের মোবাইল ভ্যানও রাখা হয়েছে। বেলেঘাটা থানা ইতিমধ্যে পদক্ষেপ করেছে। রাজ্যের বক্তব্য জানার পর উপরোক্ত নিরাপত্তা নির্দেশ বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandip Ghosh: সন্দীপ ঘোষের পরিবারকে-বাড়িতে এবার নিরাপত্তা! নির্দেশ কলকাতা হাইকোর্টের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement