মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের দিন ঘোষণা, দুই রাজ্যে একই দিনে ভোট
Last Updated:
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গণনা হবে ২৪ অক্টোবর। বিজ্ঞপ্তি দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর
#নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশের। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই দুই রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করল কমিশন। মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট হবে ২১ অক্টোবর আর গণনা করা হবে ২৪ অক্টোবর। বিজ্ঞপ্তি দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা।
মহারাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা ৮ কোটি ৯০ লক্ষ। মহারাষ্ট্রে ইভিএমি থাকবে ১ লক্ষ ৮ হাজার, জানালেন কমিশনার। দুই রাজ্যের পুলিশ প্রশাসন ও নোদাল অফিসারদের সঙ্গে আলোচনার পরই এদিন সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Chief Election Commissioner, Sunil Arora: Haryana & Maharashtra Assembly elections to be held on 21st October, counting on 24th October. pic.twitter.com/nF6lcJ4Log
— ANI (@ANI) September 21, 2019
advertisement
advertisement
Chief Election Commissioner, Sunil Arora: Special security arrangements will be made for LWE affected areas in Gadchiroli and Gondia in #Maharashtra. pic.twitter.com/e5pp60elke — ANI (@ANI) September 21, 2019
প্রত্যেক নির্বাচনী প্রার্থীই ২৮ লক্ষ টাকা খরচ করতে পারবেন প্রচারে। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে প্রচারের সময়। উন্নত ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও সব দলকে আশ্বাস দেওয়া হয়েছে, জানালেন কমিশনার।
advertisement
আগামী ৯ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে। আর হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২রা নভেম্বর।
Chief Election Commissioner, Sunil Arora: The 5-year term of the Legislative Assemblies of Haryana and Maharashtra expires on 2nd November and 9th November. pic.twitter.com/OXvoULRweU — ANI (@ANI) September 21, 2019
advertisement
মহারাষ্ট্রের মোট আসন ২৮৮। এখানে লড়াই বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপির। এদিকে, হরিয়ানাতেও বিগত ৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজপি। ৮০ আসনের বিধানসভায় সরাসরি লড়াই কংগ্রেস ও পদ্ম শিবিরের মধ্যে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2019 12:45 PM IST