Maharashtra Doctor Death Update: বার বার তরুণী চিকিৎসককে ধর্ষণ, আত্মসমর্পণ করলেন মহারাষ্ট্রের সেই পুলিশ অফিসার!

Last Updated:

মৃতার পরিবারের অভিযোগ, ওই মেডিক্যাল অফিসারকে চাপ দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে অদলবদল করা এবং ভুয়ো ফিট সার্টিফিকেট লিখিয়ে নিতেন ফলটনের পুলিশ এবং রাজনৈতিক নেতাদের একাংশ৷

আত্মসমর্পণ করলেন অভিযুক্ত এসআই গোপাল বাদানে৷
আত্মসমর্পণ করলেন অভিযুক্ত এসআই গোপাল বাদানে৷
মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মূল অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদানে৷ ওই সাব ইন্সপেক্টর গত পাঁচ মাসে তাঁকে চার বার ধর্ষণ করার পাশাপাশি মানসিক নির্যাতন করেছেন বলে সুইসাইড নোটে অভিযোগ করে গিয়েছিলেন মৃত চিকিৎসক৷
ফলটন উপজেলা হাসপাতালের ওই মেডিক্যাল অফিসার আত্মঘাতী হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ওই পুলিশ অফিসার৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মহারাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ মৃত চিকিৎসকের সুইসাইড নোটের বয়ান জানার পর শিউরে উঠেছে গোটা দেশ৷
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের ফলটনের একটি হোটেলের ঘর থেকে ওই তরুণী চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ নিজের হাতের তালুতে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের কুকীর্তির কথা লিখে যান ওই তরুণী চিকিৎসক৷ তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িওয়ালার ছেলে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত বাঁকার নামে এক যুবকের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ তোলেন তিনি৷ শুধু তাই নয়, চার পাতার আরও একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন মৃতা চিকিৎসক৷ সেখানে তিনি একজন সাংসদের বিরুদ্ধেও তাঁকে ফোনে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন৷ আগেই প্রশান্ত বাঁকার নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ৷
advertisement
advertisement
মৃতার পরিবারের অভিযোগ, ওই মেডিক্যাল অফিসারকে চাপ দিয়ে ময়নাতদন্তের রিপোর্টে অদলবদল করা এবং ভুয়ো ফিট সার্টিফিকেট লিখিয়ে নিতেন ফলটনের পুলিশ এবং রাজনৈতিক নেতাদের একাংশ৷ সেই দুর্নীতিরই প্রতিবাদ করেছিলেন তিনি৷ কয়েকমাস আগে পুলিশের উপরমহলেও অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক৷
আবার এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই তরুণী চিকিৎসকের বিরুদ্ধেই গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলার তদন্তে অসহযোগিতা এবং বাধা দানের অভিযোগ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে৷ ফলটন জেলার সার্জনের কাছে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Doctor Death Update: বার বার তরুণী চিকিৎসককে ধর্ষণ, আত্মসমর্পণ করলেন মহারাষ্ট্রের সেই পুলিশ অফিসার!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement