Maharashtra CM: মুখ্যমন্ত্রী 'সাসপেন্স' অব্যাহত মহারাষ্ট্রে! শিন্ডেকে ডাক ফড়ণবীশের, দিল্লিতে অজিত পাওয়ার, আজই চূড়ান্ত হবে 'নাম'?

Last Updated:

Maharashtra CM: মহারাষ্ট্রে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? উত্তরের অপেক্ষায় প্রহর গোনা চলছে। ৫ ডিসেম্বর মুম্বইতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এখনও পর্যন্ত মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মুখ্যমন্ত্রী 'সাসপেন্স' অব্যাহত মহারাষ্ট্রে
মুখ্যমন্ত্রী 'সাসপেন্স' অব্যাহত মহারাষ্ট্রে
মুম্বই: মহারাষ্ট্রে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? উত্তরের অপেক্ষায় প্রহর গোনা চলছে। ৫ ডিসেম্বর মুম্বইতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এখনও পর্যন্ত মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের ফল প্রকাশের পর দশ দিন পেরোলেও কাটল না মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে তৈরি হওয়া জট৷ দিন দিন পরিস্থিতি আরওই জটিল হয়ে উঠছে৷ এই পরিস্থিতির মধ্যে একনাথ শিন্ডের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁকে ফোন করলেন দেবেন্দ্র ফড়ণবীশ৷
রবিবার শিন্ডে নিজেই জানান, যেহেতু বিজেপি জোটের মধ্যে সর্বাধিক ১৩২টি আসন পেয়েছে, তাই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে৷ বিজেপি-র নেওয়া সিদ্ধান্তে তাঁর সর্বাত্মক সমর্থন থাকবে বলেও দাবি করেন শিন্ডে৷ তিনি আরও জানান, মন্ত্রিসভা এবং সরকার গঠন নিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি৷ আজ মঙ্গলবারই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা৷
advertisement
advertisement
যাবতীয় নজর এখন মহারাষ্ট্র বিধান ভবনে আজকের সকাল ১০টার বিজেপির বিধানসভার বৈঠকের দিকে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি আজই তাদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৫ ডিসেম্বর সন্ধ্যায় আজাদ ময়দানে মহারাষ্ট্রের শপথ অনুষ্ঠান হবে। এনসিপি নেতা অজিত পাওয়ার বর্তমানে সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রয়েছেন। সুতরাং সব দিক থেকেই ইঙ্গিত মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সে নাম হয়ত চূড়ান্ত হয়ে যাবে মঙ্গলবারই।
advertisement
পাশাপাশি সূত্রের খবর, বিজেপি আগামিকাল বুধবার একটি আইনসভার বৈঠকে বসছে। ওই বৈঠকেই বিজেপির আইনসভা দলের নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra CM: মুখ্যমন্ত্রী 'সাসপেন্স' অব্যাহত মহারাষ্ট্রে! শিন্ডেকে ডাক ফড়ণবীশের, দিল্লিতে অজিত পাওয়ার, আজই চূড়ান্ত হবে 'নাম'?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement