Maharashtra CM: বৈঠকে অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? শিন্ডে নাকি ফড়ণবীশ, তুঙ্গে জল্পনা

Last Updated:

Maharashtra CM: রাজনৈতিক মহলের অনুমান, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশই।

কে বসবেন মসনদে?
কে বসবেন মসনদে?
মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসনে কে? গুরুত্বপূর্ণ পোর্টফোলিও কোন দল রাখবে নিজের হাতে— সিদ্ধান্ত চূড়ান্ত করতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার অমিত শাহের বাসভবনে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার।
রাজনৈতিক মহলের অনুমান, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশই। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কী এমন বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
advertisement
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে একনাথ শিন্ডে বলেন, ‘ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে। এরপর মহায্যুতি জোটের আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে মুখ্যমন্ত্রী কে হবেন। সেই বৈঠকটি মুম্বইতে অনুষ্ঠিত হবে।’
advertisement
বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহায্যুতি জোট। তার মধ্যে আবার বিজেপি একাই ১৩২টি আসনে জিতেছে। এই আবহে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দেবেন্দ্র ফড়ণবীশকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। তবে সূত্রের দাবি, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে এখনও জট কাটল না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra CM: বৈঠকে অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? শিন্ডে নাকি ফড়ণবীশ, তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement