Maharashtra assembly election results 2024: মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্র, বিজেপিকে হারা ম্যাচ জিতিয়ে দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী! কারা তাঁরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট৷ ২৮৮ আসনের মধ্যে ২৩৫টিতেই জয়ের পথে তারা৷
মুম্বাই: প্রথমে মধ্যপ্রদেশ, তার পর মহারাষ্ট্র৷ ফের বিজেপিকে বড় সাফল্য এনে দিল ভূপিন্দর- বৈষ্ণব জুটি৷ বিজেপি-র অন্দরে নির্বাচনী রণকৌশল তৈরির ক্ষেত্রে যাঁদের আপাতত হিট জুটি বলা হচ্ছে!
ভূপিন্দর-বৈষ্ণব বলতে বোঝানো হচ্ছে দলের দুই কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব এবং অশ্বিনী বৈষ্ণবের কথা৷ যাঁরা অন্তরালে থেকেই কাজ করতে পছন্দ করেন৷ মহারাষ্ট্রেও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দলের পক্ষ থেকে প্রধান এবং সহকারীর দায়িত্বে ছিলেন ভূপিন্দর যাদব এবং অশ্বিনী বৈষ্ণব৷
আরও পড়ুন: ৭৭ থেকে কমতে কমতে কত হল বিজেপি? তিন বছরে বিধানসভায় বার বার সমীকরণ বদল, স্থির শুধু বামেরা
advertisement
advertisement
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছে বিজেপি-র নেতৃত্বাধীন জোট৷ ২৮৮ আসনের মধ্যে ২৩৫টিতেই জয়ের পথে তারা৷ ভোটের ফল প্রকাশের পর সামনে উঠে আসছে দুই কেন্দ্রীয় মন্ত্রীর কৃতিত্বের কথা৷
বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির বিপর্যয়ের পরই গত জুন মাসে ভূপিন্দর যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে দায়িত্ব দেওয়া হয়৷ নির্বাচনের আগে দিনের পর দিন একসঙ্গে মুম্বাইয়ে পড়ে থেকেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷ দলের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত যাতে নির্বাচনী রণকৌশল পৌঁছয় এবং কার্যকর করা হয়, তা নিশ্চিত করেছেন তাঁরা৷ পাশাপাশি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে একসঙ্গে ভোটের কাজে নামিয়েছেন৷
advertisement

তবে এই প্রথম নয়, এর আগে মধ্যপ্রদেশেও বিজেপিকে অপ্রত্যাশিত সাফল্য এনে দিয়েছেন এই দুই কেন্দ্রীয় মন্ত্রীর জুটি৷ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দলের মধ্যে যথেষ্ট কদর রয়েছে দু জনের৷ গত বছর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র ক্ষমতা দখলের আশা করেননি অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকই৷ বিজেপি নেতারাও খুব একটা আশাবাদী ছিলেন না৷ কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েও দলকে সাফল্য এনে দেন ভূপিন্দর যাদব এবং অশ্বিনী বৈষ্ণব৷ ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি আসনই দখল করে বিজেপি৷
advertisement
ভূপিন্দর যাদব অনেক দিন ধরেই বিজেপির অন্দরে নির্বাচনী কৌশল ঠিক করার জন্য পরিচিত ছিলেন৷ তাঁর জুড়িদার হিসেবে যুক্ত হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 6:30 PM IST