Durga Puja 2025: দুর্গাপুজোয় থালি থেকে ফাইন ডাইনিং! শিলিগুড়িতে পুজোর ভিড়ে পেটপুজো সারবেন কোথায়? সেরা সন্ধান জেনে নিন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়ার রেশ! মণ্ডপে মণ্ডপে ঘোরা আর সঙ্গে পেটপুজো—এই দুই মিলে উৎসবের আমেজ যেন পূর্ণতা পায়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়ার রেশ! মণ্ডপে মণ্ডপে ঘোরা আর সঙ্গে পেটপুজো—এই দুই মিলে উৎসবের আমেজ যেন পূর্ণতা পায়। শিলিগুড়ি শহরও তার ব্যতিক্রম নয়। পুজোর ভিড় সামলে যে যার মতো করে খাওয়ার জায়গা খুঁজে নেন দর্শনার্থীরা। এবারের পুজোতেও শহরে রয়েছে নানা স্বাদের অফার—বাংলা থালি থেকে শুরু করে ফাইন ডাইনিং, সবই মিলবে আপনার হাতের নাগালে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু থালিই নয়, পুজোর দিনে চাইলে যেতে পারেন ফাইন ডাইনিং রেস্টুরেন্টেও। Courtyard by Marriott Siliguri-র Siliguri Kitchen বা Cinnamon Terrace-এ রয়েছে মাল্টি কুইজিন বাফে অপশন। যদিও বাজেট তুলনামূলক বেশি—দু’জনের খরচ ১২০০ থেকে ২০০০ টাকারও বেশি হতে পারে, কিন্তু উৎসবের দিনে আলাদা অভিজ্ঞতা পেতে চাইলে এখানে ভিড় জমাবেন অনেকেই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement








