Reliance We Care: মহাকুম্ভে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে রিলায়েন্সের বিশেষ উদ্যোগ

Last Updated:

Reliance Serves Millions at Maha Kumbh: শুরু হয়েছে মহাকুম্ভ, আর গঙ্গা-যমুনা-সরস্বতীর তিন পবিত্র নদীতে 'পুণ্যস্নানের' জন্য গোটা ভারতবর্ষ থেকে মানুষ আসছেন প্রয়াগরাজের পুণ্যভূমিতে। এই কথা মাথায় রেখেই পুণ্যার্থীদের সেবার স্বার্থে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুরু করেছে 'তীর্থ যাত্রা সেবা'।

মহাকুম্ভে অনন্য উদ্যোগ রিলায়েন্সের। ছবি- নিজস্ব
মহাকুম্ভে অনন্য উদ্যোগ রিলায়েন্সের। ছবি- নিজস্ব
প্রয়াগরাজ: শুরু হয়েছে মহাকুম্ভ, আর গঙ্গা-যমুনা-সরস্বতীর তিন পবিত্র নদীতে ‘পুণ্যস্নানের’ জন্য গোটা ভারতবর্ষ থেকে মানুষ আসছেন প্রয়াগরাজের পুণ্যভূমিতে। এই কথা মাথায় রেখেই পুণ্যার্থীদের সেবার স্বার্থে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুরু করেছে ‘তীর্থ যাত্রা সেবা’।
‘উই কেয়ার’ মতাদর্শের উপর ভিত্তি করেই এই ভাবনার জন্ম। এখানে পুণ্যার্থীদের পুষ্টিকর খাবার থেকে নিরাপদ যাতায়াত ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছে প্রতিটি জিনিসের। দেখে নেওয়া যাক রিলায়েন্সের তরফে এই উদ্যোগে কোন কোন দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে।
১ অন্নসেবা- মহাকুম্ভে হাজার হাজার পুণ্যার্থীদের আগমন হবে সেই কথা মাথায় রেখেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীরা পুষ্টিকর খাবার খেতে পারেন।
advertisement
advertisement
অন্নসেবা
২ স্বাস্থ্য এবং নিরাপত্তা- রিলায়েন্সের পক্ষ থেকে গোটা মহাকুম্ভ চত্বরে ২৪x৭ ঘণ্টা মেডিক্যাল ট্রিটমেন্টের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও মহিলা পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় বিলি করা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন।
advertisement
স্বাস্থ্য এবং নিরাপত্তায় জোর
৩ যাতায়াতের সুবিধা- রিলায়েন্সের পক্ষ থেকে প্রবীণ এবং বয়স্কদের বিদ্যুৎচালিত যানের মাধ্যমে কুম্ভ মেলায় ঘোরানোর ব্যবস্থা রাখা হয়েছে। ফলে প্রয়াগরাজ থেকে সঙ্গম পর্যন্ত যাওয়া অনেক সহজ হয়েছে।
advertisement
যাতায়াতের সুবিধা
৪ নিরাপদে যাতায়াত- পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জল পুলিশের সাহায্য নেওয়া হয়েছে। সাহায্য নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনেরও। ফলে পুণ্যার্থীদের পবিত্র জলে স্নান করা অনেক সহজ হয়েছে।
৫ বিশ্রামস্থল- মহাকুম্ভে হাঁটতে হাঁটতে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে সেই কথা মাথায় রেখে বিশেষ বিশ্রামস্থল বানানো হয়েছে। যাতে নিরাপদে নিশ্চিন্তে আপনি বিশ্রাম নিতে পারেন।
advertisement
নিরাপদে যাতায়াত
৬ পরিষ্কার দিক নির্দেশ- মহাকুম্ভে দিক ভুল করে অনেকেই হারিয়ে যান। সেই জন্য স্পষ্ট বোর্ডে দিক নির্দেশের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
৭ মজবুত নেটওয়ার্ক- এত মানুষের ভিড়ে হারিয়ে গেলেও সহজে খুঁজে পাওয়ার পিছনে রয়েছে রিলায়েন্স জিও-এর ৪জি, ৫জি মজবুত নেটওয়ার্ক। নতুন অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক হয়েছে আরও মজবুত।
মহাকুম্ভে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন, সারদা পিঠ মঠ ট্রাস্ট দ্বারকা, শ্রী শঙ্করাচার্য উৎসব সেবালয় ফাউন্ডেশন, নিরাঞ্জনি আখড়া প্রভৃতির সঙ্গেই হাতে হাত মিলিয়ে এই সেবার কাজে ব্রতী হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance We Care: মহাকুম্ভে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে রিলায়েন্সের বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement