Maha Kumbh 2025: মর্মান্তিক! মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে বিপত্তি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত এনসিপি নেতা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মহাকুম্ভের মেলায় স্নান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোলাপুরের প্রাক্তন মেয়র তথা এনসিপি নেতা মহেশ কোঠে। গত ১৪ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গায় পুণ্যস্নান করতে নামার সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
প্রয়াগরাজ: মহাকুম্ভের মেলায় স্নান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোলাপুরের প্রাক্তন মেয়র তথা এনসিপি নেতা মহেশ কোঠে। গত ১৪ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গায় পুণ্যস্নান করতে নামার সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এই দিন সকাল সাড়ে সাতটায় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে নেমেছিলেন তিনি। তখনই হঠাৎ হৃদরোগে আক্রন্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
advertisement
আরও পড়ুন:
advertisement
সংবাদ মাধ্যম পিটিআই সূত্রের খবর গোটা ঘটনার বিবরণ মহেশের এক নিকট বন্ধুর কাছ থেকেই পাওয়া যায়। ইতিমধ্যেই ১৫ জানুয়ারি বুধবার তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য সোলাপুরে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মহেশের স্ত্রী এবং এক পুত্র সন্তান রয়েছে। ইতিমধ্যেই মহেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 9:12 PM IST