Viral Video: করোনাবিধি এড়াতে গোটা বিমান ভাড়া করে মাঝ-আকাশে বিয়ে সারলেন দম্পতি!

Last Updated:

পাত্র-পাত্রী, রাকেশ আর দক্ষিণা দু’জনেই মাদুরাই শহরের বাসিন্দা । করোনাবিধি এড়াতে পুরোহিত মশাই আর পরিবার-পরিজনদের নিয়ে বিমানে চেপেই বিয়ে করলেন তাঁরা ।

#চেন্নাই: দেশ এখন করোনা ভাইরাসের (COVID19 Second Wave) বাড়বাড়ন্তে জর্জরিত । হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন । বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে । করোনা ঠেকাতে কঠোর লকডাউন চলছে দেশের বেশিরভাগ রাজ্যেই । অসহায় মানুষ ধুঁকছে.... পরিষেবা না পেয়ে অকালে চলে যাচ্ছে কত প্রাণ ।
কিন্তু এত কিছুর মধ্যেও জীবন থেমে থাকে না । নিজের নিয়মেই তাকে বইতে দিতে হয় । গত বছরের শুরু থেকে দেশে অতিমারী পরিস্থিতি চলছে । বহু যুবক-যুবতী তাঁদের মনের মতো করে জীবনটা সাজাতে পারেননি । বিয়ে নিয়ে সকলেরই মনে একটা স্বপ্ন থাকে । অনেক সময় খুব সাদামাটা ভাবেই সারতে হয়েছে সেই অনুষ্ঠান । অনেক সময় তা স্থগিত হয়ে গিয়েছে । তাই করোনা প্রটোকল এড়াতে মাঝ-আকাশেই বিয়ের পরিকল্পনা করলেন এক মাদুরাই দম্পতি । গোটা বিমান ভাড়া করলেন তাঁরা । বিমানের মধ্যেই গাঁটছড়া বাঁধলেন ।
advertisement
advertisement
তামিলনাড়ুর মাদুরাইতে ঘটেছে এই ঘটনা । নিজেদের পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে একটা বিমানেই চেপে বসেছিলেন দু’জনে । সঙ্গে ছিলেন পুরোহিত মশাইও । এ জন্য মাদুরাই-বেঙ্গালুরু একটি বিমানও ২ ঘণ্টার জন্য বুক করেন তাঁরা । পাত্র-পাত্রী, রাকেশ আর দক্ষিণা দু’জনেই মাদুরাই শহরের বাসিন্দা । করোনা পরিস্থিতিতে তামিলনাড়ুর লকডাউন আর কার্ফুর ঝঞ্ঝাট এড়ানোর জন্য তাঁরা স্থির করেন বিমানেই বিয়ে সারবেন ।
advertisement
যেমন ভাবা তেমন কাজ । একেবারে কাঁটি দক্ষিণী রীতিতে সেজেগুজে বর-কনে আর তাঁদের আত্মীয়-স্বজন চড়ে বসেন বিমানে । সেখানেই শুভ বিবাহ সম্পন্ন হয় তাঁদের । ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: করোনাবিধি এড়াতে গোটা বিমান ভাড়া করে মাঝ-আকাশে বিয়ে সারলেন দম্পতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement