কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকায় স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের

Last Updated:
#চেন্নাই: কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকায় স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট ৷ মঙ্গলবার ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে কেন্দ্রের হলফনামা তলব করল মাদ্রাজ হাইকোর্ট ৷
কসাইয়ের জন্য গরু মোষ কেনাবেচা করা যাবে না ৷ গত শুক্রবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷
এই নির্দেশিকার অনুযায়ী, দেশের কোনও জায়গাতেই এবার থেকে গরু, মোষ-সহ গবাদি পশুকে হত্যা বা বিক্রি করা যাবে না ৷ পশুকল্যাণের হিতেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে ৷ বাজারে গবাদি পশু আনতে গেলে আগাম অনুমতি পত্র লাগবে ৷ যদি কেউ গরু বা মোষ কিনতে চান তাহলে তাকে সঠিক পরিচয় পত্র দিতে হয়ে যে সে পেশায় কৃষক ৷
advertisement
advertisement
জানানো হয়েছে রাজ্য সীমান্ত থেকে ২৫ কিলোমিটার ও দেশের সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের মধ্যে কোনও জায়গায় পশু-বাজার চালু করা যাবে না। সীমান্তে বোআইনি পশু পাচার রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷
বেশ কয়েকদিন ধরেই দেশজুড়ে গোহত্যা নিয়ে বির্তক তুঙ্গে ৷ দেশের বিভিন্ন প্রান্তে হিংসা দেখা দিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে কারণ এই সিদ্ধান্তের জেরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বিপন্ন করছে।
advertisement
চাষের কাজ ছাড়া পশুবাজারে কেনা যাবে না গরু, মোষ, বলদ, বাছুর এমনকি উটও। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা ৷ এই নির্দেশিকার জেরেই রাজ্য তথা কলকাতা ছেড়ে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনে চলে যেতে পারে গুচি, নাইন ওয়েস্ট, জারা এবং মার্কস এ্যান্ড স্পেনসার্সের মতো প্রথম সারির একাধিক ফ্যাশন ব্র্যান্ড ৷
গত শুক্রবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশের কোনও জায়গাতেই এবার থেকে গরু, মোষ-সহ গবাদি পশুকে হত্যা বা বিক্রি করা যাবে না ৷ পশুকল্যাণের হিতেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে ৷ বাজারে গবাদি পশু আনতে গেলে আগাম অনুমতি পত্র লাগবে ৷ যদি কেউ গরু বা মোষ কিনতে চান তাহলে তাকে সঠিক পরিচয় পত্র দিতে হয়ে যে সে পেশায় কৃষক ৷ কেন্দ্রের এই নির্দেশিকাতেই চামড়া যোগানে টান পড়তে চলেছে গোটা দেশ সহ পশ্চিমবঙ্গে ৷ আর এতেই ব্যবসা ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছে ফ্যাশন ব্র্যান্ডগুলি ৷
advertisement
কেন্দ্রের এই ফরমানের জেরে দেশজুড়ে সঙ্কটের মুখে ৮০ হাজার কোটির চামড়া শিল্প। দেশের চামড়াজাত পণ্যের সিংহভাগের যোগান বাংলা থেকেই যায় ৷ বছরে পশ্চিমবঙ্গের লেদার ইন্ডাস্ট্রি থেকে আয় হয় প্রায় ১৩ হাজার কোটি টাকা ৷ কলকাতার বাসন্তী হাইওয়ের পাশে অবস্থিত ৫০০-এরও বেশি ট্যানারিতে কর্মরত লক্ষাধিক মানুষের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে ৷
advertisement
-রাজ্যে কাজ হারাতে পারেন ৫০ হাজার শ্রমিক ও কারিগর
-খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণে যুক্ত শ্রমিকদেরও চাকরি হারানোর আশঙ্কা
-রাজ্য থেকে বছরে ১৩ হাজার কোটি চর্মজাত পণ্য রফতানি
-এর সঙ্গেও জড়িয়ে ৬০ হাজার মানুষ
-এখানেও বিপুল ক্ষতির আশঙ্কায় শিল্পমহল
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকায় স্থগিতাদেশ মাদ্রাজ হাইকোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement