Kunal Kamra: শিন্ডে বিতর্কে গ্রেফতারের আশঙ্কা! কুণালের আগাম জামিন মঞ্জুর মাদ্রাস হাইকোর্টের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kunal Kamra: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মন্তব্যের জন্য মুম্বইয়ে দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে কুণাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
কমেডিয়ান কুণাল কামরার আগাম জামিন মঞ্জুর করেছে মাদ্রাস হাইকোর্ট। একনাথ শিন্ডেকে নিয়ে রসিকতার জন্য শিল্পীকে গ্রেফতারের দাবির মাঝেই এই পদক্ষেপ।
সম্প্রতি একটি শোয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে জনপ্রিয় গান ‘দিল তো পাগল হ্যায়’ গানের শব্দ বদলে তাঁকে ‘গদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলার পর থেকেই সংবাদের শিরোনামে আসেন কমেডিয়ান। এরপরেই মুম্বই পুলিশ ডেকে পাঠায় তাঁকে। প্যারোডি গানের পরেই ভাঙচুর করা হয়েছে তাঁর স্টুডিয়ো।
advertisement
মুম্বইয়ের খার এলাকার এক স্টুডিয়োয় হাস্যকৌতুক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কুণাল। বেশ কয়েক দিন আগে সেই অনুষ্ঠান হলেও সম্প্রতি নেটমাধ্যমে তার ভিডিও পোস্ট করেন কুণাল। সেখান থেকেই যাবতীয় বিপত্তি।
advertisement
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মন্তব্যের জন্য মুম্বইয়ে দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে কুণাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের স্থায়ী বাসিন্দা এবং দাবি করেছেন যে এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের এক্তিয়ার রয়েছে। সকালে জরুরি ভিত্তিতে আবেদনটি গ্রহণ করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 5:35 PM IST