Madhya Pradesh News: ইভিটিজিংয়ের প্রতিবাদ, খোদ বজরং দলের নেতাকে গুলি করে খুন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Madhya Pradesh News: বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি ছোড়ে ২ দুষ্কৃতী। ওই নেতাকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়া হয়।
ভোপাল: মধ্যপ্রদেশে খুন বজরং দলের নেতা! কাটনি এলাকায় দিনেদুপুরে গুলি করে খুন করা হল ওই নেতাকে। ফের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা। সিসি ক্যামেরায় ঘটনার মুহূর্তের ছবিও ধরা পড়ে।
বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি ছোড়ে ২ দুষ্কৃতী। ওই নেতাকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি লাগে বজরং দলের নেতার মাথা-বুকে। তরুণীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রোষের মুখে পড়ে ওই নেতা!
advertisement
advertisement
বিজেপি শাসিত রাজ্যে বজরং দলের নেতা খুন হওয়ায় ফের বিতর্ক তৈরি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হামলাকারীরা। হামলাকারী আক্রম-প্রিন্স জোসেফের খোঁজে তল্লাশি চলছে।
advertisement
প্রসঙ্গত, দিন দুয়েক আগে এই মধ্যপ্রদেশেও ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে! জমি বিবাদের জেরে এক কৃষককে মেরে হাত-পা ভেঙে এবং গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্ত স্থানীয় এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা। বিজেপিশাসিত রাজ্যে শাসকের রোষানলে অন্নদাতারা, অভিযোগ বিরোধীদের।
গুনা জেলার গণেশপুরা গ্রামের ঘটনা। যেটি ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। রবিবার সেখানে ৪০ বছর বয়সি কৃষক রামস্বরূপ ধাকাড়কে বর্বর অত্যাচার করে খুন করা হয় বলে অভিযোগ। এদিন দুপুরে যখন নিজের খেতের দিকে যাচ্ছিলেন রামস্বরূপ, তখনই আতর্কিতে তাঁর উপর হামলা চালান দুই অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজেপির বুথ কমিটির প্রেসিডেন্ট মহেন্দ্র নাগার এবং তাঁর ১৩-১৪ জন সঙ্গী নৃশংস অত্যাচার চালান গরিব কৃষকের উপরে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 1:47 PM IST

