'কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও সরকার ফেলার চেষ্টা করছিল বিজেপি'
Last Updated:
মধ্যপ্রদেশে খুব কম মার্জিনে জিতে সরকার গড়েছে কংগ্রেস৷ বিএসপি ও এসপি-র সমর্থন পেয়ে শেষ মুহূর্তে৷ ১২১ জন বিধায়কের মধ্যে ১ জন সপা ও ২ বসপা বিধায়ক রয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারে৷ সেখানে বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৯৷
#ভোপাল: কর্নাটকের মতোই মধ্যপ্রদেশেও সরকার ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি৷ এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের এক মন্ত্রী ৷ তাঁর দাবি, হিন্দি বলয়ের হার্টল্যান্ড মধ্যপ্রদেশেও কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলার জোর চেষ্টা চালাচ্ছিল গেরুয়া শিবির৷
বিজেপি-র বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে মধ্যপ্রদেশের আইন মন্ত্রী পিসি শর্মা বলেন, 'তিনটি রাজ্য হাতছাড়া হওয়ার পর উন্মাদ হয়ে গিয়েছে বিজেপি৷ লোকসভা ভোট আসছে৷ যদি ওরা হেরে যায়, তা হলে বহু দিনের জন্য আর ক্ষমতায় ফিরবে না৷ তাই হর্স ট্রেডিং শুরু করেছে৷'
মধ্যপ্রদেশে খুব কম মার্জিনে জিতে সরকার গড়েছে কংগ্রেস৷ বিএসপি ও এসপি-র সমর্থন পেয়ে শেষ মুহূর্তে৷ ১২১ জন বিধায়কের মধ্যে ১ জন সপা ও ২ বসপা বিধায়ক রয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারে৷ সেখানে বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৯৷ অতএব কিছু বিধায়ক বিজেপি-তে গেলেই সরকার পড়ে যাবে মধ্যপ্রদেশে৷ পি সি শর্মার কথায়, 'বিধায়কদের প্রলোভন দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি, কিন্তু কংগ্রেস বিধায়ক ও অন্যান্য বিধায়কদের উপর আমার পূর্ণ আস্থা আছে৷ তাঁদের সমর্থন আমাদের দিকেই৷ তাই বিজেপি-কে বলব, কংগ্রেসকে নিয়ে না-ভেবে নিজেদের ঘর বাঁচান৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2019 6:01 PM IST