Kuno's lucky goat : ২০বার 'টোপ'! তবুও এই ভাগ্যবান ছাগলকে খেতে পারল না ভয়ঙ্কর চিতার দল

Last Updated:

Kuno's lucky goat : জানা গেছে, প্রায় ২০ বার শিকারের জন্য এই ছাগলটিকে বেঁধে রাখা হলেও প্রতিবারই বেঁচে গেছে

#মধ্যপ্রদেশ: সম্প্রতি মধ্যপ্রদেশের শেওপুরের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আটটি চিতা এসেছে। যা প্রধানমন্ত্রী মোদী নিজ হাতে ছেড়ে দিয়েছেন। আনা এসব চিতায় পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ আনা হয়েছে। এর সঙ্গে ভারতে চিতার পরিবার বাড়ানোর প্রস্তুতি চলছে। এই চিতাদের খাবারের জন্য চিতলও ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এমনই একজন শিকার কুনোর সঙ্গে আলোচনায় আছেন যিনি প্রতিবারই বেঁচে যান। এখন প্রশ্ন উঠছে চিতার শিকার হতে পারবে কি না?
তথ্যমতে, কুনোতে একটি ভাগ্যবান ছাগল রয়েছে যা পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হলেও এখন পর্যন্ত কেউ তাকে শিকার করতে পারেনি। জানা গেছে, প্রায় ২০ বার শিকারের জন্য এই ছাগলটিকে বেঁধে রাখা হলেও প্রতিবারই বেঁচে গেছে। কুনোতে এই চিতাগুলির আগে, ছয়টি চিতাবাঘ আনা হয়েছিল।
advertisement
advertisement
কিন্তু এই চিতাবাঘরাও সেই ছাগলকে খাবার হিসেব গ্রহণ করেনি। এই ছাগলটিকে এখনও বনে আনন্দে চরতে দেখা যায়। কুনো ন্যাশনাল পার্কের কর্মচারীরা একে ভাগ্যবান ছাগল বলেন কারণ বলির পাঁঠা বানানোর পরেও এটি প্রতিবার বেঁচে যায়। বন দফতরের কর্মীদের মতে ১২ বর্গ কিলোমিটার এলাকাটিকে সম্পূর্ণ চিতাবাঘ মুক্ত করা হয়েছে। তাই মনে হচ্ছে এর কারণেই এই ছাগল এখন চিতাবাঘের খাবার হয়ে উঠতে পারে।
advertisement
চিতাবাঘের উপস্থিতি বন দফতরের আধিকারিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ২ মাস আগে পর্যন্ত মনে হচ্ছিল এই চিতাবাঘের কারণে প্রজেক্ট চিতা সমস্যায় পড়তে পারে। ১৫ অগাস্ট চিতাদের আসার কথা ছিল, কিন্তু তাদের আগমন স্থগিত করা হয়েছিল। ফলে এইসময় চিতাবাঘগুলো ধরার চেষ্টা করছে বন দফতর।
advertisement
একইসঙ্গে বন দফতরের আধিকারিকদের মতে, কুনো পার্কে ৬টি চিতাবাঘ ছিল। আর একে একে ধরা পড়েছে ওরা। বিভিন্ন স্থানে খাঁচায় ছাগলসহ অন্যান্য প্রাণীকে পশুখাদ্য হিসেবে বেঁধে রাখা হয়। এবং পরে তাদের অন্য বনে ছেড়ে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kuno's lucky goat : ২০বার 'টোপ'! তবুও এই ভাগ্যবান ছাগলকে খেতে পারল না ভয়ঙ্কর চিতার দল
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement