Madhya Pradesh Election Result Updates: ৩ মাস আগে আত্মপ্রকাশ! রাজস্থানের ভোটে বিপুল সাফল্য নয়া দল 'বাপ' পার্টির

Last Updated:

Madhya Pradesh Election Result Updates: রাজস্থানেও স্থানীয় বেশ কিছু দল ভাল ফল করেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ফলাফল ভারতীয় আদিবাসী পার্টি অর্থাৎ 'বাপ' দল

রাজস্থানের ভোটে বিপুল সাফল্য নয়া দল 'বাপ' পার্টির
রাজস্থানের ভোটে বিপুল সাফল্য নয়া দল 'বাপ' পার্টির
জয়পুর: বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয়ের পথে বিজেপি। তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার পার করেছে কংগ্রেস। রেওয়াজ বরাজ রেখে রাজস্থানেও এবার সরকার পরিবর্তনের লক্ষ্মণ দেখা গিয়েছে। অন্যদিকে, রাজস্থানেও স্থানীয় বেশ কিছু দল ভাল ফল করেছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ফলাফল ভারতীয় আদিবাসী পার্টি অর্থাৎ ‘বাপ’ দল।
শুনতে অবাক লাগলেও এই দল তৈরি হয়েছে মাত্র তিন মাস আগে। এখনও পর্যন্ত যা খবর এসেছে, দক্ষিণ রাজস্থানে একা লড়ে ভাল সাফল্য পেয়েছে এই দল। ৪টি আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে জয়ী ঘোষণা হয়েছে। এই দল গঠনের পরে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের হাজার হাজার আদিবাসী সম্প্রদায় এই দলে যোগ দেন। এই দলের জাতীয় সভাপতি মোহনলাল রট।
advertisement
প্রথমে রাজস্থানে গুজরাত ভিত্তিক দল ভারতীয় ট্রাইবাল পার্টি বা বিটিপির রমরমা ছিল। কিন্তু ২০২০ সালে কংগ্রেস সরকারকে সমর্থন করা নিয়ে দল কার্যত দুই ভাগ হয়ে যায়। বিটিপি থেকে বিচ্ছিন্ন হয়ে মাত্র তিন মাস আগে ‘বাপ’ পার্টি আত্মপ্রকাশ করে।
advertisement
advertisement
ভারতীয় আদিবাসী পার্টির এই তালিকায় সবচেয়ে বড় নাম চৌরাসীর বিধায়ক রাজকুমার রোট। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তিনি ফের জয়ী হয়েছেন। ২০১৮ সালেও তিনি বিটিপি থেকে জয়ী হয়েছিলেন। চলতি রাজস্থান বিধানসভা নির্বাচনে বাপ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
advertisement
এক দিন আগে রাজস্থান বিধানসভা নির্বাচন ভারতীয় আদিবাসী পার্টি অর্থাৎ বাপ পার্টি জানিয়েছিল, রাজস্থানের ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করবে তারাই। বিজেপি এবং কংগ্রেস দুই দলকেই তাদের কাছে আসতে হবে সরকার গঠনের জন্য। কিন্তু এখনও পর্যন্ত রাজস্থানে যা ইঙ্গিত মিলছে, তাতে বিজেপি এগিয়ে রয়েছে ১১৫টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬৮টি আসনে। অন্যান্য ১৬টি আসনে।
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Election Result Updates: ৩ মাস আগে আত্মপ্রকাশ! রাজস্থানের ভোটে বিপুল সাফল্য নয়া দল 'বাপ' পার্টির
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement