Elections Result 2023: তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল

Last Updated:

Assembly Elections Result 2023: মূল কারিগর হিসাবে যার নাম উঠে আসছে, তিনি সুনীল কানুগোলু৷ যাঁর হাত ধরেই তেলঙ্গানায় হয়ত জয়ের পথে ফিরতে চলেছে কংগ্রেস৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ডিপি সতীশ
তেলঙ্গানা: তেলঙ্গানায় একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল কংগ্রেসের সংগঠন৷ তখন ভয় ছিল, হয়ত দ্বিতীয় স্থানে উঠে আসবে বিজেপি৷ কিন্তু আদতে এই বিধানসভা নির্বাচনের ফলের যা আভাস, তাতে সেই লক্ষণ মোটেই নেই৷ বরং মনে করা হচ্ছে, এ বারে নির্বাচনের ফলে তেলঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস৷ আর তার পিছনে মূল কারিগর হিসাবে যার নাম উঠে আসছে, তিনি সুনীল কানুগোলু৷ যাঁর হাত ধরেই তেলঙ্গানায় হয়ত জয়ের পথে ফিরতে চলেছে কংগ্রেস৷
advertisement
advertisement
দু’বছর আগের ঘটনা৷ কে চন্দ্রশেখর রাও, বিআরএস প্রধান ডেকেছিলেন সুনীলকে৷ তিনি তাঁকে নির্বাচন কৌশলী হিসাবে নিয়োগ করার কথা ভাবছিলেন৷ তাঁকে ডেকে এনেছিলেন ফার্ম হাউসে৷ সেখানে কথা বার্তা চলে বেশ কিছুদিন৷ সদ্য তামিলনাড়ুর নির্বাচন শেষ করা সুনীল হয়ত নতুন করে তেলঙ্গানার দায়িত্ব নেবেন, এমনটাও মনে করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত আলোচনা সফল হয়নি৷ তাই তিনিও সরে আসেন এই গোটা প্রক্রিয়া থেকে৷ এর কয়েকদিনের মধ্যেই হঠাৎ খবর আসে, কংগ্রেসের হয়ে কাজ করতে চলেছেন তিনি৷ কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে যোগ দেন তিনি৷
advertisement
আরও পড়ুন – আজ ভোটগণনা চার রাজ্যের, বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্ট জেনে নিন
এখন হয়ত সুনীলকে কাজে না নেওয়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেসিআর৷ যখন সুনীল তেলঙ্গানার চ্যালেঞ্জ নেন, তখন সে রাজ্যে কংগ্রেসের অবস্থা খুব একটা ভাল ছিল না৷ বরং তলানিতে এসে ঠেকেছিল সে রাজ্য হাতের অবস্থা৷ সে রাজ্যের দায়িত্ব তো সুনীল নিলেনই, পাশাপাশি কর্ণাটকেরও দায়িত্ব নিলেন কাঁধে৷ এর পর প্রথম এল কর্ণাটকের নির্বাচন৷ সেখানে বিপুল ভোটে জয় পেল কংগ্রেস, সরকার গড়ল৷ স্বাভাবিক ভাবে সুনীলের উপর ভরসা আরও বেশি করে বেড়ে গেল হাত শিবিরের৷
advertisement
তার জন্য নানারকম ঝক্কিও পোয়াতে হয়েছে সুনীলকে৷ তেলঙ্গানা রাজ্যের সরকারের রোষের মুখে পড়তে হয়েছে৷ তাঁর অফিসে পুলিশ এসে রেড করেছে, তবু অফিস বদলে নতুন করে লড়াই শুরু করেছেন তিনি৷ সেই রাজ্যে ভোটের সমীকরণেও নানারকম বদল আনতে পেরেছেন তিনি৷ চন্দ্রবাবু নাইড়ু ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোয় কিছুটা সহজ হয়েছে তাঁর পথ৷ পাশাপাশি তিনি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও কংগ্রেসের কৌশলী হয়ে লড়তে শুরু করেছেন৷ তবে সব মিলিয়ে ক্রমে কংগ্রেস দলের অন্দরে তিনি উঠে এসেছেন শীর্ষস্তরে৷ এখন রাহুল গান্ধির সঙ্গে নিয়মিত আলোচনা হয় তাঁর৷ রাহুল সরাসরি নির্বাচনের বিস্তারিত পরামর্শ নাকি গ্রহণ করেন সুনীলের থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elections Result 2023: তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement