Elections Result 2023: তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল

Last Updated:

Assembly Elections Result 2023: মূল কারিগর হিসাবে যার নাম উঠে আসছে, তিনি সুনীল কানুগোলু৷ যাঁর হাত ধরেই তেলঙ্গানায় হয়ত জয়ের পথে ফিরতে চলেছে কংগ্রেস৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ডিপি সতীশ
তেলঙ্গানা: তেলঙ্গানায় একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল কংগ্রেসের সংগঠন৷ তখন ভয় ছিল, হয়ত দ্বিতীয় স্থানে উঠে আসবে বিজেপি৷ কিন্তু আদতে এই বিধানসভা নির্বাচনের ফলের যা আভাস, তাতে সেই লক্ষণ মোটেই নেই৷ বরং মনে করা হচ্ছে, এ বারে নির্বাচনের ফলে তেলঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস৷ আর তার পিছনে মূল কারিগর হিসাবে যার নাম উঠে আসছে, তিনি সুনীল কানুগোলু৷ যাঁর হাত ধরেই তেলঙ্গানায় হয়ত জয়ের পথে ফিরতে চলেছে কংগ্রেস৷
advertisement
advertisement
দু’বছর আগের ঘটনা৷ কে চন্দ্রশেখর রাও, বিআরএস প্রধান ডেকেছিলেন সুনীলকে৷ তিনি তাঁকে নির্বাচন কৌশলী হিসাবে নিয়োগ করার কথা ভাবছিলেন৷ তাঁকে ডেকে এনেছিলেন ফার্ম হাউসে৷ সেখানে কথা বার্তা চলে বেশ কিছুদিন৷ সদ্য তামিলনাড়ুর নির্বাচন শেষ করা সুনীল হয়ত নতুন করে তেলঙ্গানার দায়িত্ব নেবেন, এমনটাও মনে করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত আলোচনা সফল হয়নি৷ তাই তিনিও সরে আসেন এই গোটা প্রক্রিয়া থেকে৷ এর কয়েকদিনের মধ্যেই হঠাৎ খবর আসে, কংগ্রেসের হয়ে কাজ করতে চলেছেন তিনি৷ কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসাবে যোগ দেন তিনি৷
advertisement
আরও পড়ুন – আজ ভোটগণনা চার রাজ্যের, বিধানসভা নির্বাচনের লাইভ রেজাল্ট জেনে নিন
এখন হয়ত সুনীলকে কাজে না নেওয়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেসিআর৷ যখন সুনীল তেলঙ্গানার চ্যালেঞ্জ নেন, তখন সে রাজ্যে কংগ্রেসের অবস্থা খুব একটা ভাল ছিল না৷ বরং তলানিতে এসে ঠেকেছিল সে রাজ্য হাতের অবস্থা৷ সে রাজ্যের দায়িত্ব তো সুনীল নিলেনই, পাশাপাশি কর্ণাটকেরও দায়িত্ব নিলেন কাঁধে৷ এর পর প্রথম এল কর্ণাটকের নির্বাচন৷ সেখানে বিপুল ভোটে জয় পেল কংগ্রেস, সরকার গড়ল৷ স্বাভাবিক ভাবে সুনীলের উপর ভরসা আরও বেশি করে বেড়ে গেল হাত শিবিরের৷
advertisement
তার জন্য নানারকম ঝক্কিও পোয়াতে হয়েছে সুনীলকে৷ তেলঙ্গানা রাজ্যের সরকারের রোষের মুখে পড়তে হয়েছে৷ তাঁর অফিসে পুলিশ এসে রেড করেছে, তবু অফিস বদলে নতুন করে লড়াই শুরু করেছেন তিনি৷ সেই রাজ্যে ভোটের সমীকরণেও নানারকম বদল আনতে পেরেছেন তিনি৷ চন্দ্রবাবু নাইড়ু ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোয় কিছুটা সহজ হয়েছে তাঁর পথ৷ পাশাপাশি তিনি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও কংগ্রেসের কৌশলী হয়ে লড়তে শুরু করেছেন৷ তবে সব মিলিয়ে ক্রমে কংগ্রেস দলের অন্দরে তিনি উঠে এসেছেন শীর্ষস্তরে৷ এখন রাহুল গান্ধির সঙ্গে নিয়মিত আলোচনা হয় তাঁর৷ রাহুল সরাসরি নির্বাচনের বিস্তারিত পরামর্শ নাকি গ্রহণ করেন সুনীলের থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elections Result 2023: তেলঙ্গানায় জয়ের আশায় কংগ্রেস, জিতলে কৌশলী হিসাবে তারকা হবেন সুনীল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement