কংগ্রেসে বড়সড় ভাঙন, বিজেপিতে যোগ অন্যতম হেভিওয়েট নেতার

Last Updated:
#ভোপাল: কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দলের প্রাক্তন সাংসদ তথা প্রভাবশালী দলিত নেতা প্রেমচাঁদ গুড্ডু বিজেপিতে যোগ দিয়েছেন ৷ মালওয়া এলাকার হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম ছিলেন প্রেমচাঁদ ৷ যার জেরে গেরুয়া শিবিরে এখন খুশির হাওয়া ৷
বিজেপিতে যোগ দিতেই মিলেছে টিকিট ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন প্রেমচাঁদ ৷ ঘাটিয়া থেকে বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন তিনি ৷
প্রসঙ্গত, প্রেমচাঁদের দলবদলের খবর পেতেই ঘাটিয়ায় আগে থেকে নির্বাচিত প্রার্থীকে সরিয়ে দেয় বিজেপি ৷ নির্ধারিত নির্বাচিত প্রার্থীকে সরিয়ে সেই আসনে প্রেমচাঁদকে দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির ৷
advertisement
মধ্যপ্রদেশে কংগ্রেসের পরিস্থিতি এই মুহূর্তে খুবই সংকটজনক ৷ কমল নাথ এবং জ্যোতিরাদিত্য কোনওরকমে কংগ্রেসের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন ৷ তবে, এরইমধ্যে দ্বিগ্বিজয় সিংকে নিয়েও দলের মধ্যে জল্পনা বাড়ছে ৷ সূত্রের খবর, মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী নির্বাচন করতে গিয়ে বৃহস্পতিবার বিতর্ক চরমে ওঠে ৷ জ্যোতিরাদিত্যের সঙ্গে তর্কাতর্কি চলায় ওয়াকআউট করেন দিগ্বিজয় ৷
advertisement
রাজনৈতিক সমীকরণের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের নিরিখে প্রেমচাঁদের খুব কাছের মানুষ ছিলেন দ্বিগ্বিজয় ৷ সেক্ষেত্রে প্রেমচাঁদের মত কি দ্বিগ্বিজয়ও গেরুয়া শিবিরে যোগ দেবেন ? এই নিয়ে জল্পনা বাড়ছে ৷ অন্যদিকে, প্রেমচাঁদের ছেলে অজিত, তিনিও মধ্যপ্রদেশে যুব কংগ্রেসের অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ৷ সূত্রের খবর, সম্ভবত তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন ৷
advertisement
দলবদল করে কংগ্রেসের উপর ক্ষোভ উগরে দেন প্রেমচাঁদ ৷ তিনি বলেন, ‘দলিত কিংবা গরীব ৷ কারোওর কোনও সমস্যা বোঝারই চেষ্টা করেনা কংগ্রেস ৷ দলের নেতা নেত্রীরা শুধুমাত্র নিজেদের মধ্যে তু-তু, ম্যা-ম্যা করতে থাকে ৷ সেই কারণেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে আমি বাধ্য হয়েছি ৷’
এর পাশাপাশি বিজেপি মহাসচিব কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘কংগ্রেসের মধ্যে এখন দমবন্ধকর পরিস্থিতি ৷ সেই কারণেই প্রেমচাঁদ দলবদল করলেন ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসে বড়সড় ভাঙন, বিজেপিতে যোগ অন্যতম হেভিওয়েট নেতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement