শীঘ্রই কেরলের মতো জলের তলায় যেতে চলেছে এই রাজ্যও, সতর্ক করলেন পরিবেশবিদরা
Last Updated:
#নয়াদিল্লি: কেরলের পর কী এবার গোয়া ? ফের কেন্দ্রকে সতর্ক করলেন পরিবেশবিদ মাধব গ্যাডগিল। তাঁর অভিযোগ, সমুদ্র শহরে যে ভাবে অবৈধ খনির কাজ চলছে, তাতে আগামী দিনে প্রবল বিপর্যয়ের মধ্যে পড়তে পারে এই রাজ্য। এর আগে ২০১১ সালেই কেরল নিয়ে তৎকালীন ইউপিএ সরকারকে সতর্ক করেছিলেন পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলের এই গবেষক।
উপেক্ষার বলি কয়েকশো। কেরলের বন্যার পর এভাবেই কেন্দ্রীয় সরকারকে দুঁষছেন পরিবেশ বিজ্ঞানীরা। তাঁদের হাতিয়ার ২০১১ সালে পরিবেশবিদ মাধব গ্যাডগিলের রিপোর্ট।
কেরলের এই পরিস্থিতির পর গ্যাডগিলের দাবি, ২০১১ সালে কেন্দ্রকে চিঠি লিখে তিনি কেরলের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ওই চিঠিতে তিনি জানিয়েছিলেন, কেরলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। কারণ, যে ভাবে পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে অবৈধ ভাবে নির্মাণ হচ্ছে, তাতে তিনি নিশ্চিত ছিলেন যে কোনও দিন কেরলে এই ঘটনা ঘটবে।
advertisement
advertisement
আরও পড়ুন
শুধু কেরল নয়, এবার এই পরিস্থিতি হতে পারে গোয়াতেও। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে না হলেও গোয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে অবৈধ খনির কাজ। তাঁর মতে, কেরলের পর এবার গোয়াকেও ভুগতে হবে। কারণ, সেখানেও অবৈধ খনির ব্যবসা নিত্যদিন বাড়ছে। সামান্য টাকার জন্য পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। অবৈধ খনি বন্ধে একটি কমিশন তৈরি করা হয়েছিল। সেই রিপোর্ট এখনও পেশ করতে পারেনি কেন্দ্রীয় সরকার।
advertisement
২০১১ সালে কেরল নিয়ে গ্যাডগিল যে রিপোর্ট দিয়েছিলেন, তা স্বীকার করেছেন প্রাক্তন সিআইসি। তিনি জানিয়েছেন, পরিবেশমন্ত্রকের কাছে এই ব্যাপারে বিস্তারিত তথ্যও ছিল। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতায় সেইসময় উপেক্ষা করা হয়েছিল গ্যাডগিলের এই রিপোর্টকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2018 8:56 AM IST