Luizinho Faleiro resigns from Congress to join TMC: মমতার প্রশংসা করে ইস্তফা লুইজিনহোর, তালিকায় গোয়ার আরও অনেক নাম, দাবি তৃণমূলের

Last Updated:

ইজিনহো ফেলেইরো যে তৃণমূলে (Luizinho Faleiro to join TMC )যোগ দিচ্ছেন, তা একরকম নিশ্চিত৷ সূ্ত্রের খবর, আগামী বুধবার কলকাতায় এসে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন ফেলেইরো৷

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro Resigns)৷ একই সঙ্গে কংগ্রেসের সদস্য পদও ত্যাগ করেছেন তিনি৷ ফলে লুইজিনহো ফেলেইরো যে তৃণমূলে (Luizinho Faleiro to join TMC )যোগ দিচ্ছেন, তা একরকম নিশ্চিত৷ সূ্ত্রের খবর, আগামী বুধবার কলকাতায় এসে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন ফেলেইরো৷
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেই এ দিন প্রদেশ কংগ্রেস (Congress) কমিটির বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন বেশ কয়েকদন কংগ্রেস নেতা৷ তাঁরা লুইজিনহোর সঙ্গে তৃণমূলে (TMC in Goa) যোগ দিতে পারেন৷
গোয়ার (Goa) দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহোর তৃণমূলে যোগদান অন্য একটি দিক দিয়েও গুরুত্বপূর্ণ৷ কারণ কংগ্রেসের হয়ে ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন লুইজিনহো৷ ফলে ওই রাজ্যগুলিতেও সংগঠন বিস্তারে তিনি তৃণমূলকে সাহায্য রকরতে পারবেন বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য দাবি করেছেন, শুধু লুইজিনহো নন, গোয়া রাজনীতির আরও অনেক বড় নাম তৃণমূলে যোগ দেবেন৷ এমন কি, বেশ কিছু বিজেপি বিধায়কও সেই তালিকায় রয়েছেন৷
কংগ্রেসের সঙ্গে দীর্ঘ চল্লিশ বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে আসছেন লুইজিনহো৷ এ দিন ইস্তফা দেওয়ার আগে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গে মমতার ফর্মুলা দিতে গিয়েছে৷' সরাসরি তৃণমূলে যাওয়ার কথা স্বীকার না করলেও লুইজিনহো বলেছেন, বৃহত্তর কংগ্রেসের সদস্য হচ্ছেন তিনি৷ লুইজিনহো ফেলেইরো বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলকেই এই মুহূর্তে নরেন্দ্র মোদির বিরোধিতায় সবথেকে এগিয়ে রাখছেন তিনি৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'আমার কয়েকজনের সঙ্গে কথা হয়৷ তাঁরা বললেন, আমি চল্লিশ বছর ধরে কংগ্রেসে রয়েছি, কংগ্রেসি হয়েই থাকব৷ চারটি কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই নরেন্দ্র মোদিকে সবথেকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছেন৷ মোদি পশ্চিমবঙ্গে দুশো জনসভা করেছেন, অমিত শাহ আড়াইশো৷ তার পরে ইডি, সিবিআই-এর চাপ তো ছিলই৷ এত কিছুর পরেও মমতার ফর্মুলার জয় হয়েছে৷ '
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার বলেও প্রশংসা করেছেন ফেলেইরো৷ তিনি বলেন, 'একই আদর্শ, নীতি, কর্মসূচি নিয়ে এরকম লড়াকু নেতৃত্বেরই আমাদের প্রয়োজন৷ বৃহত্তর স্বার্থে আমি চাইব সব কংগ্রেসি দলগুলি একজোট হয়ে বিজেপি-র মোকাবিলা করুক৷'
ফেলেইরো তৃণমূলে যোগ দিলে সুস্মিতা দেবের পর তিনিই হবেন কংগ্রেস ছেড়ে আসা দ্বিতীয় সবথেকে বড় নাম৷ এই মুহূর্তে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে গোয়ায় সংগঠন বিস্তারের চেষ্টা করছে তৃণমূল৷ সেই লক্ষ্যপূরণে লুইজিনহো ফেলেইরোর মতো বড় নাম নিঃসন্দেহে তাদের অনেকটা এগিয়ে দেবে৷
advertisement
গোয়ায় এই মুহূর্তে অনেকটাই দুর্বল কংগ্রেস৷ সেই সুযোগে আম আদমি পার্টি গোয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে ব্যাপক প্রচার করছে৷ আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Luizinho Faleiro resigns from Congress to join TMC: মমতার প্রশংসা করে ইস্তফা লুইজিনহোর, তালিকায় গোয়ার আরও অনেক নাম, দাবি তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement