Luizinho Faleiro resigns from Congress to join TMC: মমতার প্রশংসা করে ইস্তফা লুইজিনহোর, তালিকায় গোয়ার আরও অনেক নাম, দাবি তৃণমূলের

Last Updated:

ইজিনহো ফেলেইরো যে তৃণমূলে (Luizinho Faleiro to join TMC )যোগ দিচ্ছেন, তা একরকম নিশ্চিত৷ সূ্ত্রের খবর, আগামী বুধবার কলকাতায় এসে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন ফেলেইরো৷

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro Resigns)৷ একই সঙ্গে কংগ্রেসের সদস্য পদও ত্যাগ করেছেন তিনি৷ ফলে লুইজিনহো ফেলেইরো যে তৃণমূলে (Luizinho Faleiro to join TMC )যোগ দিচ্ছেন, তা একরকম নিশ্চিত৷ সূ্ত্রের খবর, আগামী বুধবার কলকাতায় এসে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন ফেলেইরো৷
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেই এ দিন প্রদেশ কংগ্রেস (Congress) কমিটির বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন বেশ কয়েকদন কংগ্রেস নেতা৷ তাঁরা লুইজিনহোর সঙ্গে তৃণমূলে (TMC in Goa) যোগ দিতে পারেন৷
গোয়ার (Goa) দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহোর তৃণমূলে যোগদান অন্য একটি দিক দিয়েও গুরুত্বপূর্ণ৷ কারণ কংগ্রেসের হয়ে ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন লুইজিনহো৷ ফলে ওই রাজ্যগুলিতেও সংগঠন বিস্তারে তিনি তৃণমূলকে সাহায্য রকরতে পারবেন বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য দাবি করেছেন, শুধু লুইজিনহো নন, গোয়া রাজনীতির আরও অনেক বড় নাম তৃণমূলে যোগ দেবেন৷ এমন কি, বেশ কিছু বিজেপি বিধায়কও সেই তালিকায় রয়েছেন৷
কংগ্রেসের সঙ্গে দীর্ঘ চল্লিশ বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে আসছেন লুইজিনহো৷ এ দিন ইস্তফা দেওয়ার আগে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গে মমতার ফর্মুলা দিতে গিয়েছে৷' সরাসরি তৃণমূলে যাওয়ার কথা স্বীকার না করলেও লুইজিনহো বলেছেন, বৃহত্তর কংগ্রেসের সদস্য হচ্ছেন তিনি৷ লুইজিনহো ফেলেইরো বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলকেই এই মুহূর্তে নরেন্দ্র মোদির বিরোধিতায় সবথেকে এগিয়ে রাখছেন তিনি৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'আমার কয়েকজনের সঙ্গে কথা হয়৷ তাঁরা বললেন, আমি চল্লিশ বছর ধরে কংগ্রেসে রয়েছি, কংগ্রেসি হয়েই থাকব৷ চারটি কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই নরেন্দ্র মোদিকে সবথেকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছেন৷ মোদি পশ্চিমবঙ্গে দুশো জনসভা করেছেন, অমিত শাহ আড়াইশো৷ তার পরে ইডি, সিবিআই-এর চাপ তো ছিলই৷ এত কিছুর পরেও মমতার ফর্মুলার জয় হয়েছে৷ '
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার বলেও প্রশংসা করেছেন ফেলেইরো৷ তিনি বলেন, 'একই আদর্শ, নীতি, কর্মসূচি নিয়ে এরকম লড়াকু নেতৃত্বেরই আমাদের প্রয়োজন৷ বৃহত্তর স্বার্থে আমি চাইব সব কংগ্রেসি দলগুলি একজোট হয়ে বিজেপি-র মোকাবিলা করুক৷'
ফেলেইরো তৃণমূলে যোগ দিলে সুস্মিতা দেবের পর তিনিই হবেন কংগ্রেস ছেড়ে আসা দ্বিতীয় সবথেকে বড় নাম৷ এই মুহূর্তে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে গোয়ায় সংগঠন বিস্তারের চেষ্টা করছে তৃণমূল৷ সেই লক্ষ্যপূরণে লুইজিনহো ফেলেইরোর মতো বড় নাম নিঃসন্দেহে তাদের অনেকটা এগিয়ে দেবে৷
advertisement
গোয়ায় এই মুহূর্তে অনেকটাই দুর্বল কংগ্রেস৷ সেই সুযোগে আম আদমি পার্টি গোয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে ব্যাপক প্রচার করছে৷ আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Luizinho Faleiro resigns from Congress to join TMC: মমতার প্রশংসা করে ইস্তফা লুইজিনহোর, তালিকায় গোয়ার আরও অনেক নাম, দাবি তৃণমূলের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement