Luizinho Faleiro not to contest elections: গোয়ায় তৃণমূল প্রার্থী হচ্ছেন না লুইজিনহো ফেলেইরো,জল্পনার মধ্যেই জানালেন কারণ

Last Updated:

গোয়ায় তৃণমূল কংগ্রেস থেকে গত কয়েকদিনে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন৷ ফেলেইরোকে নিয়েও সেরকমই জল্পনা ছড়ায় (Luizinho Faleiro not to contest Goa elections)৷

গোয়া নির্বাচনে লড়ছেন না লুইজিনহো ফেলেইরো৷
গোয়া নির্বাচনে লড়ছেন না লুইজিনহো ফেলেইরো৷
#পানাজি: গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro not to contest elections)৷ এ দিন সাংবাদিক বৈঠক করে নিজেই এ কথা ঘোষণা করেছেন প্রবীণ এই তৃণমূল নেতা৷ গোয়ার ফতোরদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ফেলেইরোর (Goa Elections 2022)৷ ইতিমধ্যেই ফেলেইরোর বদলে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC in Goa)৷
গোয়ায় তৃণমূলের সবথেকে হেভিওয়েট প্রার্থী ছিলেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)৷ ফেলেইরো গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ গোয়ার রাজনীতিতে তাঁর প্রভাব অনস্বীকার্য৷ তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে রাজ্যসভার সাংসদও করেছে দল৷ তৃণমূল নেতৃত্ব মনে করছে, গোয়ায় নির্বাচনের আগে সাংগঠনিক কাজ এবং প্রচারে ফেলেইরোকে আরও বেশি করে প্রয়োজন৷
ফেলেইরো নিজেও দাবি করেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ গোয়া জুড়ে দলের বাকি প্রার্থীদের সমর্থনে আরও বেশি করে সময় দিতে চান বলেও জানিয়েছেন ফেলেইরো৷
advertisement
advertisement
পাশাপাশি, সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও তাঁকে কাজে লাগাতে চায় দল৷ তার উপরে তিনি রাজ্যসভার সাংসদ৷ তাই একটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে ফেলেইরোর মতো নেতাকে সীমাবদ্ধ করে দিলে তাতে দলেরই ক্ষতি হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷ এই মুহূর্তে দলের সর্বভারতীয় সহ সভাপতির পদে রয়েছেন ফেলেইরো৷
advertisement
তৃণমূলের তরফে ফতোরদা কেন্দ্র থেকে ফেলেইরোর জায়গায় সিওলা আভিলিয়া ভাসকে প্রার্থী করা হয়েছে৷ পেশায় আইনজীবী আভিলিয়াকে প্রার্থী করে দল নারী ক্ষমতায়ণের বার্তা দিল বলে দাবি ফেলেইরোর৷
advertisement
গোয়ায় তৃণমূল কংগ্রেস থেকে গত কয়েকদিনে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন৷ ফেলেইরোকে নিয়েও সেরকমই জল্পনা ছড়ায়৷ যদিও বৃহস্পতিবার রাতে নিজেই ট্যুইট করে সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন ফেলেইরো৷ ট্যুইটারে তিনি লেখেন, 'তৃণমূল থেকে আমার ইস্তফার যে গুজব ছড়িয়েছে, তা ঠিক নয়৷ গোয়ায় তৃণমূলের প্রতি মানুষের সমর্থন দেখে যাঁরা সঙ্কটে, তারাই এই মিথ্যে প্রচার চালাচ্ছেন৷ গোয়ায় তৃণমূলই একমাত্র দল যাঁরা গোয়ার জন্য লড়াই করবে এবং জয়ী হবে৷'
advertisement
গোয়া বিধানসভার চল্লিশটি আসনের জন্য এমজিপি-র সঙ্গে জোট বেঁধে লড়ছে তৃণমূল৷ ৩১টি আসনে প্রার্থী দেবে তারা৷ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Luizinho Faleiro not to contest elections: গোয়ায় তৃণমূল প্রার্থী হচ্ছেন না লুইজিনহো ফেলেইরো,জল্পনার মধ্যেই জানালেন কারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement