Luizinho Faleiro not to contest elections: গোয়ায় তৃণমূল প্রার্থী হচ্ছেন না লুইজিনহো ফেলেইরো,জল্পনার মধ্যেই জানালেন কারণ

Last Updated:

গোয়ায় তৃণমূল কংগ্রেস থেকে গত কয়েকদিনে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন৷ ফেলেইরোকে নিয়েও সেরকমই জল্পনা ছড়ায় (Luizinho Faleiro not to contest Goa elections)৷

গোয়া নির্বাচনে লড়ছেন না লুইজিনহো ফেলেইরো৷
গোয়া নির্বাচনে লড়ছেন না লুইজিনহো ফেলেইরো৷
#পানাজি: গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro not to contest elections)৷ এ দিন সাংবাদিক বৈঠক করে নিজেই এ কথা ঘোষণা করেছেন প্রবীণ এই তৃণমূল নেতা৷ গোয়ার ফতোরদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ফেলেইরোর (Goa Elections 2022)৷ ইতিমধ্যেই ফেলেইরোর বদলে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC in Goa)৷
গোয়ায় তৃণমূলের সবথেকে হেভিওয়েট প্রার্থী ছিলেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)৷ ফেলেইরো গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ গোয়ার রাজনীতিতে তাঁর প্রভাব অনস্বীকার্য৷ তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে রাজ্যসভার সাংসদও করেছে দল৷ তৃণমূল নেতৃত্ব মনে করছে, গোয়ায় নির্বাচনের আগে সাংগঠনিক কাজ এবং প্রচারে ফেলেইরোকে আরও বেশি করে প্রয়োজন৷
ফেলেইরো নিজেও দাবি করেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ গোয়া জুড়ে দলের বাকি প্রার্থীদের সমর্থনে আরও বেশি করে সময় দিতে চান বলেও জানিয়েছেন ফেলেইরো৷
advertisement
advertisement
পাশাপাশি, সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও তাঁকে কাজে লাগাতে চায় দল৷ তার উপরে তিনি রাজ্যসভার সাংসদ৷ তাই একটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে ফেলেইরোর মতো নেতাকে সীমাবদ্ধ করে দিলে তাতে দলেরই ক্ষতি হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷ এই মুহূর্তে দলের সর্বভারতীয় সহ সভাপতির পদে রয়েছেন ফেলেইরো৷
advertisement
তৃণমূলের তরফে ফতোরদা কেন্দ্র থেকে ফেলেইরোর জায়গায় সিওলা আভিলিয়া ভাসকে প্রার্থী করা হয়েছে৷ পেশায় আইনজীবী আভিলিয়াকে প্রার্থী করে দল নারী ক্ষমতায়ণের বার্তা দিল বলে দাবি ফেলেইরোর৷
advertisement
গোয়ায় তৃণমূল কংগ্রেস থেকে গত কয়েকদিনে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন৷ ফেলেইরোকে নিয়েও সেরকমই জল্পনা ছড়ায়৷ যদিও বৃহস্পতিবার রাতে নিজেই ট্যুইট করে সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন ফেলেইরো৷ ট্যুইটারে তিনি লেখেন, 'তৃণমূল থেকে আমার ইস্তফার যে গুজব ছড়িয়েছে, তা ঠিক নয়৷ গোয়ায় তৃণমূলের প্রতি মানুষের সমর্থন দেখে যাঁরা সঙ্কটে, তারাই এই মিথ্যে প্রচার চালাচ্ছেন৷ গোয়ায় তৃণমূলই একমাত্র দল যাঁরা গোয়ার জন্য লড়াই করবে এবং জয়ী হবে৷'
advertisement
গোয়া বিধানসভার চল্লিশটি আসনের জন্য এমজিপি-র সঙ্গে জোট বেঁধে লড়ছে তৃণমূল৷ ৩১টি আসনে প্রার্থী দেবে তারা৷ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Luizinho Faleiro not to contest elections: গোয়ায় তৃণমূল প্রার্থী হচ্ছেন না লুইজিনহো ফেলেইরো,জল্পনার মধ্যেই জানালেন কারণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement