মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
Last Updated:
পেট্রোলের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷
#নয়াদিল্লি: পেট্রোলের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ মঙ্গলবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২ টাকা ৩৩ পয়সা । নতুন দাম কার্যকর হবে পয়লা জুন অথার্ৎ আজ থেকে ৷
আরও পড়ুন: আজ ফের দাম কমল পেট্রোল-ডিজেলের
মূল্যবৃদ্ধির জেরে দিল্লিতে সিলিন্ডারের দাম বেড়ে হল ৪৯৩.৫৫ টাকা, কলকাতায় ৪৯৬.৬৫ টাকা, মুম্বইয়ে ৪৯১.৩১ টাকা ও চেন্নাইয়ে ৪৮১.৮৪ টাকা ৷ বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৭ টাকা। নতুন দাম হল ১২৪৪.৫০টাকা।
advertisement
advertisement
পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।
তেলে সামান্য স্বস্তি, গ্যাসে অস্বস্তি। ফের মধ্যবিত্তের উপর কোপ।২ টাকারও বেশি বাড়ল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। কলকাতায় গতমাসে ভর্তুকিযুক্ত এলপিজি-র দাম ছিল সিলিন্ডার প্রতি ৪৯৪ টাকা ২৩ পয়সা। আজ থেকে নতুন দাম ৪৯৬ টাকা ৬৫ পয়সা। ৫০ টাকা দাম বাড়ল ভর্তুকিহীন এলপিজির। আগে ভর্তুকিহীন এলপিজি-র দাম ছিল সিলিন্ডার প্রতি ৬৭৪ টাকা। এবার তা বেড়ে হল ৭২৪ টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 10:01 AM IST