৯২৯ টাকা গ্যাস সিলিন্ডারের দাম, কেন্দ্র তা থেকে কত পায়? রাজ্যের ঘরে আসে কত?
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Gas cylinder price in Kolkata: এলপিজি সিলিন্ডার থেকে কি রাজ্য এবং কেন্দ্র, উভয়ই ট্যাক্স নেয়? কার কত ট্যাক্স এবং কে কত টাকা পায়? বর্তমানে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ৯২৯ টাকা।
কলকাতা: সামনেই লোকসভা ভোট। সেদিকে নজর রেখে এপ্রিলের শুরুতেই এলপিজি গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। মধ্যবিত্তের পকেটে আপাতত স্বস্তির ছোঁয়া। এখন প্রশ্ন হল, এলপিজি সিলিন্ডার থেকে কি রাজ্য এবং কেন্দ্র, উভয়ই ট্যাক্স নেয়? কার কত ট্যাক্স এবং কে কত টাকা পায়?
এলপিজি গ্যাসে ট্যাক্সের হার: সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারগুলি ৫ শতাংশ জিএসটি (সিজিএসটি ২.৫ শতাংশ এবং এসজিএসটি ২.৫ শতাংশ) ট্যাক্স স্ল্যাবের অধীনে পড়ে৷
আরও পড়ুন- বাড়িতে কখন ব্লাড সুগার টেস্ট করালে ফল নির্ভুল আসে? জানুন নিয়ম
এলপিজি ট্যাক্স ধার্য করে কেন্দ্র সরকার। রাজ্য সরকার রান্নার গ্যাস সিলিন্ডারে আলাদা কের কোনও কর চাপায় না।
advertisement
advertisement
কেন্দ্রের ৫ শতাংশ জিএসটি ছাড়াও আরও কিছু খরচের কারণে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল (PPAC)-এর তথ্য অনুযায়ী, ডিলারের কমিশন হিসাবে ৬১.৮৪ টাকা চার্জ করা হয়। এর মধ্যে ২৭.৬০ টাকা ‘ডেলিভারি চার্জ’ এবং ৩৪.২৪ টাকা ‘এস্টাব্লিশমেন্ট চার্জ’ অন্তর্ভুক্ত রয়েছে।
রাজ্য আলাদা করে কোনও কর চাপায় না। তবে বাজার নির্ধারিত মূল্যের কারণে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বিভিন্ন অঞ্চলে পরিবর্তিত হয়। এটা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। যেমন এলপিজি বটলিং প্ল্যান্টে সিলিন্ডার প্রতি খরচ, মালবাহী চার্জ ইত্যাদি।
advertisement
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রান্নার গ্যাসে যে পরিমাণ জিএসটি দিতে হয়: কর্নাটক ৫ শতাংশ, লাক্ষাদ্বীপ ৫ শতাংশ, লাদাখ ৫ শতাংশ, মহারাষ্ট্র (মুম্বই, নভি মুম্বই, থানে এবং ঔরঙ্গাবাদ) ৫ শতাংশ, মহারাষ্ট্র (বাকি অঞ্চল) ৫ শতাংশ, মধ্যপ্রদেশ ৫ শতাংশ, মেঘালয় ৫ শতাংশ, মিজোরাম ৫ শতাংশ, মণিপুর ৫ শতাংশ, নাগাল্যান্ড ৫ শতাংশ, ওড়িশা ৫ শতাংশ, পঞ্জাব ৫ শতাংশ, পুদুচেরি ৫ শতাংশ, রাজস্থান ৫ শতাংশ, সিকিম ৫ শতাংশ, ত্রিপুরা ৫ শতাংশ, তেলঙ্গানা ৫ শতাংশ, তামিলনাড়ু ৫ শতাংশ, উত্তরাখণ্ড ৫ শতাংশ, উত্তরপ্রদেশ ৫ শতাংশ, পশ্চিমবঙ্গ ৫ শতাংশ।
advertisement
কলকতায় এলপিজি সিলিন্ডারের দাম; বর্তমানে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ৯২৯ টাকা। এর মধ্যে বাজার নির্ধারিত মূল্য ৮২৩.৮০২ টাকা, জিএসটি ৪৩.৩৫৮ টাকা এবং ডিলারের কমিশন ৬১.৮৪ টাকা।
আরও পড়ুন- আমন্ডের থেকেও দামি ! তবুও ভিটামিন-প্রোটিন সমৃদ্ধ মারওয়াড়ের এই শুষ্ক সবজি দারুণ
সারা ভারত জুড়ে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারে ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়। বাজার নির্ধারিত মূল্যের তারতম্যের কারণে বিভিন্ন রাজ্যে এর দাম কমবেশি হয়। রাজ্য কোনও অতিরিক্ত কর ধার্য করে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 7:12 PM IST