হোম /খবর /দেশ /
রাতে ICU-তে ডাক্তার নেই! অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মৃত ৭ করোনা রোগী

রাতে ICU-তে ডাক্তার নেই! অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মৃত ৭ করোনা রোগী

পরীক্ষায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ২০.৩ শতাংশ রোগীর ট্র্যাকিয়াল ইনটুইবেশন প্রয়োজন হয়। পরীক্ষায় আরও দেখা যায়, হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ১০.৬ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যু হয়েছে। Representative image

পরীক্ষায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ২০.৩ শতাংশ রোগীর ট্র্যাকিয়াল ইনটুইবেশন প্রয়োজন হয়। পরীক্ষায় আরও দেখা যায়, হাসপাতালে ভর্তির ৭ দিনের মধ্যে ১০.৬ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যু হয়েছে। Representative image

জানা গিয়েছে, যোগেশ্বরী হাসপাতালে এই ঘটনার ৭ জনের ক্ষেত্রেই অক্সিজেনের প্রেসার কমে যাওয়ার অভিযোগ উঠেছে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মাত্র দু সপ্তাহের মধ্যে ১২টি মৃত্যু৷ অক্সিজেনের প্রেসার কম হয়ে যাওয়ায় শ্বাসকষ্টে মুম্বইয়ের হাসপাতালে ৭ জন করোনা আক্রান্ত রোগীর মৃ্ত্যু হল৷ ৭ জনের এই মৃত্যু হল মাত্র ৯০ মিনিটের মধ্যে৷ আইসিইউ-তে তখন কোনও ডাক্তার ছিলেন না৷

জানা গিয়েছে, যোগেশ্বরী হাসপাতালে এই ঘটনার ৭ জনের ক্ষেত্রেই অক্সিজেনের প্রেসার কমে যাওয়ার অভিযোগ উঠেছে৷ নাম জানাতে অনিচ্ছুক এক ডাক্তারের কথায়, 'আমরা যখনই দেখেছি রোগী তীব্র হাঁপাচ্ছে, বাঁচানোর চেষ্টা করেছি৷ কিন্তু তার আগেই সব শেষ৷'

ডাক্তার ও নার্সদের বক্তব্য, এই হাসপাতালে যা ঘটছে, তা অভূতপূর্ব৷ তাঁদের দীর্ঘ পেশার জীবনে এই ধরনের ঘটনা দেখেননি৷ আসলে চিকিত্‍সার সরঞ্জাম কম৷ কিন্তু রোগী প্রচুর৷ সেই কারণেই এই অবস্থা৷

শনিবার রাতের ওই ঘটনার পরে যোগেশ্বরী হাসপাতালের পরিকাঠামো নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে৷ তদন্তে দেখা গিয়েছে, রাতে গোটা হাসপাতালে মাত্র দুজন এমবিবিএস ডাক্তার ও দুজন নার্স ডিউটিতে ছিলেন৷ দুই সিনিয়র ডাক্তার সিক লিভে রয়েছেন৷ ফলে আইসিইউ-তে কেউ ডিউটিতে ছিলেন না৷ যার নির্যাস, ৭ করোনা আক্রান্ত রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু৷

যখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়, তখন নার্সরা রেসিডেন্ট ডাক্তারকে অ্যালার্ট করেন৷ রেসিডেন্ট ডাক্তার তথন ১০ তলায় আইসোলেশন ওয়ার্ডে৷ আইসোলেশন থেকে তিনি খবর পেয়ে আইসিইউ-তে আসতে আসতেই মারা যান ৭ জনেই৷

যদিও অক্সিজেনের অভাবে মৃত্যু বলে মানতে রাজি নন হাসপাতালের সুপার৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, COVID19, Mumbai