Love Marriage Couple Punished Video: প্রেম করে বিয়ের ভয়ঙ্কর শাস্তি! দম্পতিকে বলদের মতো বেঁধে চাষ করাল গ্রামবাসীরা, দেখুন সেই অমানবিক ভাইরাল ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Love Marriage Couple Punished Video: ওড়িশার রায়গড়ায় প্রেম করে বিয়ে করায় এক যুগলকে মাঠে লাঙল টানাতে বাধ্য করে গ্রামবাসীরা। ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ক্ষোভ, পুলিশ তদন্ত শুরু করেছে...
রায়গাদায়: ওডিশার রায়গাদায় সম্প্রতি এক চাঞ্চল্যকর এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সামাজিক রীতিনীতি ভঙ্গ করে বিয়ে করার “অপরাধে” এক তরুণ দম্পতিকে একটি কাঠের জোয়ালে বেঁধে বলদের মতো করে মাঠে হাল দিতে বাধ্য করা হয়েছে। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং পুলিশি তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, রায়গাদা জেলার কঞ্জামঝিরা গ্রামের এই দম্পতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু গ্রামবাসীর একাংশ এই বিয়ে মেনে নিতে পারেননি, কারণ পুরুষটি মেয়েটির পিসতুতো ভাই। আর এটাই ছিল প্রধান সমস্যা৷ স্থানীয়দের মধ্যে না কি একটি প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছিল৷ সেই নিয়ম অনুসারে এই ধরনের সম্পর্ককে সম্পূর্ণ রুপে নিষিদ্ধ বা ‘ট্যাবু’ হিসেবে ধরা হয়।
advertisement
advertisement
দম্পতিকে “শাস্তি” দেওয়ার জন্য উত্তেজিত জনতা তাদের কাঁধে বলদের মতো করে একটি কাঠের জোয়াল বেঁধে দেয়। শত শত গ্রামবাসীর সামনে, যারা নীরব দর্শক হয়ে এই অমানবিক দৃশ্য দেখছিল, তাদের দিয়ে একটি কাঠের লাঙ্গল টেনে মাঠ চাষ করানো হয়। ভিডিওতে দেখা গেছে, দু’জন পুরুষ লাঙ্গল টানার সময় দম্পতিকে লাঠি দিয়ে মারধরও করছিল।
advertisement
এই প্রকাশ্য অপমানের পর, দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তথাকথিত “শুদ্ধিকরণ” আচার-অনুষ্ঠান করতে বাধ্য করা হয়। এই আচারগুলি তাদের “নৈতিক লঙ্ঘন” পরিষ্কার করার জন্য করা হয়েছিল।
advertisement
পুলিশ সুপার এস স্বাতী কুমার শুক্রবার জানিয়েছেন, একটি দল গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে এবং দ্রুত একটি মামলা দায়ের করা হবে। এই ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ভারতের আইন অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ। জোরপূর্বক শ্রম এবং প্রকাশ্য অপমান শাস্তিযোগ্য অপরাধ।
I am writing to express profound concern over a deeply disturbing incident reported in Kanjamajhira village, Rayagada District, Odisha, wherein a young couple was subjected to brutal and humiliating punishment by a mob for marrying in contravention of local societal norms. 1/2 pic.twitter.com/KPDMfUst0z
— sᴀᴘᴀɴᴀ ᴋᴜᴍᴀʀ (@KumarSapan26498) July 11, 2025
advertisement
আশা করা যায়, এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এমন অমানবিক প্রথা ভবিষ্যতে বন্ধ হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 11:00 PM IST