মোদির ‘শূর্পনখা’র পর নাইডুর ‘ওজন কমান’, ফের বিতর্কে রেনুকা চৌধুরি

Last Updated:

সম্প্রতি তাঁকে ‘শূর্পনখা’ মন্তব্য করে রাজনীতিকদের একাংশের সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘ওজন’ নিয়ে নাইডু কটাক্ষ করলেন রেনুকাকে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি তাঁকে ‘শূর্পনখা’ মন্তব্য করে রাজনীতিকদের একাংশের সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘ওজন’ নিয়ে নাইডু কটাক্ষ করলেন রেনুকাকে ৷ কিন্তু সেই মন্তব্য নিয়ে চন্দ্রবাবু নাইডুই হাসির খোরাক হলেন রাজ্যসভায় ৷
বৃহস্পতিবার রাজ্যসভায় বিদায়ী ভাষণ দিলেন রেনুকা চৌধুরি ৷ কারণ কংগ্রেস আইনজীবী রেনুকা চৌধুরির মেয়াদ শেষ ৷ সেই ভাষণেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন রেনুকা ৷
গত বুধবার নাইডু বলেন, ‘নিজের ওজন না বাড়িয়ে দলে আপনার ওজন বাড়ান ৷’ সেই প্রসঙ্গেই রেনুকা বলেন, ‘আমার ওজন নিয়ে অনেকেই চিন্তিত ৷ কিন্তু এই চাকরিতে নিজের ওজন বাড়ানোর বিশেষ প্রয়োজন রয়েছে ৷’ বিপাকে পড়ে নাইডু ফের মুখ খোলেন নাইডু ৷ তিনি বলেন, ‘এটি আমার খুব সাধারণ একটা সাজেশন ছিল ৷ দলে ওজন বাড়ানোর জন্যই আমি আপনার ওজন কমাতে বলেছি ৷’ নাইডুর এহেন মন্তব্যের পরই রাজ্যসভায় হাসির রোল ওঠে ৷
advertisement
advertisement
চন্দ্রবাবু নাইডুর চিন্তা কমিয়ে রেনুকা বলেন, ‘স্যার এত চিন্তা করবেন না ৷ কংগ্রেস দল তাঁর নিজের জায়গায় একেবারে ঠিক আছে ৷’
এদিন রেনুকা আরও বলেন, ‘আমি ভাগ্যবান ৷ ডেপুটি চেয়ার দখলের জন্য নাজমা হেপতুল্লার বিপরীতে বিরোধী নেতাদের জোটবদ্ধ করতে সফল হয়েছি ৷’ পাশাপাশি, রাজ্যসভায় মহিলারাও যাতে মহিলারা এগিয়ে আসেন ৷ সেই বিষয়টি নিয়েও এদিন আফসোস করে রেনুকা বলেন, ‘এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্যের মাত্র ১১ শতাংশ মহিলা ৷ আশা করি, এই সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়বে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির ‘শূর্পনখা’র পর নাইডুর ‘ওজন কমান’, ফের বিতর্কে রেনুকা চৌধুরি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement