মোদির ‘শূর্পনখা’র পর নাইডুর ‘ওজন কমান’, ফের বিতর্কে রেনুকা চৌধুরি
Last Updated:
সম্প্রতি তাঁকে ‘শূর্পনখা’ মন্তব্য করে রাজনীতিকদের একাংশের সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘ওজন’ নিয়ে নাইডু কটাক্ষ করলেন রেনুকাকে ৷
#নয়াদিল্লি: সম্প্রতি তাঁকে ‘শূর্পনখা’ মন্তব্য করে রাজনীতিকদের একাংশের সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র মোদি ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘ওজন’ নিয়ে নাইডু কটাক্ষ করলেন রেনুকাকে ৷ কিন্তু সেই মন্তব্য নিয়ে চন্দ্রবাবু নাইডুই হাসির খোরাক হলেন রাজ্যসভায় ৷
বৃহস্পতিবার রাজ্যসভায় বিদায়ী ভাষণ দিলেন রেনুকা চৌধুরি ৷ কারণ কংগ্রেস আইনজীবী রেনুকা চৌধুরির মেয়াদ শেষ ৷ সেই ভাষণেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন রেনুকা ৷
গত বুধবার নাইডু বলেন, ‘নিজের ওজন না বাড়িয়ে দলে আপনার ওজন বাড়ান ৷’ সেই প্রসঙ্গেই রেনুকা বলেন, ‘আমার ওজন নিয়ে অনেকেই চিন্তিত ৷ কিন্তু এই চাকরিতে নিজের ওজন বাড়ানোর বিশেষ প্রয়োজন রয়েছে ৷’ বিপাকে পড়ে নাইডু ফের মুখ খোলেন নাইডু ৷ তিনি বলেন, ‘এটি আমার খুব সাধারণ একটা সাজেশন ছিল ৷ দলে ওজন বাড়ানোর জন্যই আমি আপনার ওজন কমাতে বলেছি ৷’ নাইডুর এহেন মন্তব্যের পরই রাজ্যসভায় হাসির রোল ওঠে ৷
advertisement
advertisement
চন্দ্রবাবু নাইডুর চিন্তা কমিয়ে রেনুকা বলেন, ‘স্যার এত চিন্তা করবেন না ৷ কংগ্রেস দল তাঁর নিজের জায়গায় একেবারে ঠিক আছে ৷’
এদিন রেনুকা আরও বলেন, ‘আমি ভাগ্যবান ৷ ডেপুটি চেয়ার দখলের জন্য নাজমা হেপতুল্লার বিপরীতে বিরোধী নেতাদের জোটবদ্ধ করতে সফল হয়েছি ৷’ পাশাপাশি, রাজ্যসভায় মহিলারাও যাতে মহিলারা এগিয়ে আসেন ৷ সেই বিষয়টি নিয়েও এদিন আফসোস করে রেনুকা বলেন, ‘এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্যের মাত্র ১১ শতাংশ মহিলা ৷ আশা করি, এই সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়বে ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 4:04 PM IST