বিশ্বের সবচেয়ে উঁচু হনুমানের মূর্তি এবার তৈরি হচ্ছে ভারতে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এবার তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হনুমানের মূর্তি এ দেশেই ৷
#হাম্পি: স্ট্যাচু অফ লিবার্টির থেকেও উঁচু মূর্তি সম্প্রতি তৈরি হয়েছে এ দেশেই ৷ সর্দার বল্লভভাই প্যাটেলের ওই মূর্তি গুজরাতে তৈরি করে নতুন রেকর্ড তৈরি করেছে মোদি সরকার ৷ ১৮২ ফুটের প্যাটেলের মূর্তির সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যেই কাজ চলছে আরও দুটি মূর্তি তৈরির। মুম্বইতে তৈরি হচ্ছে ছাত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ৷ যার উচ্চতা হবে ২১২ মিটার আর অযোধ্যায় তৈরি হচ্ছে ১৫১ মিটারের রামের মূর্তি ৷
কিন্তু এখানেই শেষ নয় ৷ এবার তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হনুমানের মূর্তি এ দেশেই ৷ নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবর অনুযায়ী কর্ণাটকের হাম্পিতে হনুমানজির জন্মস্থানেই সবচেয়ে উঁচু হনুমানের মূর্তি তৈরি করা হবে ৷ যার উচ্চতা হবে ২১৫ ফুট ৷ কর্ণাটকের এই হাম্পি শহরই আদতে কিষকিন্ধ্যা ৷
হাম্পির হনুমান জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে অযোধ্যায় যে রামের মূর্তি তৈরি হচ্ছে, তার থেকে ১০ ফুট ছোট করা হবে হনুমানজির মূর্তিকে, কারণ তিনি ছিলেন রাম ভক্ত। তবে খরচ কত পড়তে পারে, তা এখনও জানা যায়নি।
advertisement
Location :
First Published :
February 21, 2020 1:31 PM IST