ব্রিটিশ পার্লামেন্টে জঙ্গি হানায় মৃত্যু হয়নি কোনও ভারতীয়র, ট্যুইটে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Last Updated:
লন্ডন হামলায় কোনও ভারতীয়র মৃত্যুর খবর নেই। ভারতীয়রা নিরাপদে রয়েছেন বলে ট্যুইটে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
#নয়াদিল্লি: ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিনিস্টার হলের বাইরে গুলির আওয়াজ ৷ স্থানীয় সময় ২:৪৫ মিনিট ৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে চার জনের। আহত ৪০ । এই হামলায় কোনও ভারতীয়র মৃত্যুর খবর নেই। ভারতীয়রা নিরাপদে রয়েছেন বলে ট্যুইটে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত ৷ অধিবেশন চলাকালীন আচমকা ৩-৪ রাউন্ড গুলির শব্দ শোনা যায় ৷ পার্লামেন্ট চত্বরে হানা দেয় সশস্ত্র জঙ্গি ৷ তার কাছে বন্দুক ও ছুরি ছিল ৷ তাকে বাধা দিতে গিয়ে ছুরির আঘাতে গুরুতর জখম হন এক পুলিশকর্মী ৷ পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় আততায়ীর ৷
বৃহস্পতিবার সুষমা স্বারজ ট্যুইটে জানান, ‘আমি ভারতীয় হাই কমিশনের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছি ৷ এখনও পর্যন্ত কোনও ভারতীয়র হতাহতের কোনও খবর মেলেনি ৷’ পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সাহায্যের জন্য ভারতীয় হাই কমিশনের দুটি ফোন নম্বর পোস্ট করেছেন ৷ ফোন নম্বরটি হল 020 8629 5950 & 020 7632 3035 ৷ এছাড়াও ভারতীয়দের পার্লামেন্ট চত্বর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
ভারত সরকার এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। এই কঠিন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ব্রিটেনের পাশে আছে বলে ট্যুইট করেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷
I am in constant touch with Indian High Commission in London. There is no Indian casualty reported so far. #LondonAttack @HCI_London
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 22, 2017
advertisement
Indian High Commission is there to help all Indian nationals in London. Please note theTelephone no.s : 020 8629 5950 & 020 7632 3035. — Sushma Swaraj (@SushmaSwaraj) March 22, 2017
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2017 9:20 AM IST