Loksabha Election 2024: সবচেয়ে বেশি আধাসেনা মোতায়েন হতে পারে বাংলায়, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে কড়া নজর নির্বাচন কমিশনের
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
তবে সব থেকে যেটা বড় লক্ষণীয় পশ্চিমবঙ্গের জন্যই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে জল্পনা শুরু হয়েছে তাহলে একাধিক দফায় এ রাজ্যে লোকসভা ভোট হবে। জল্পনা রয়েছে তাহলে কি ৮ থেকে ৯ দফায় ভোট হবে এ রাজ্যে? যদিও নির্বাচন কমিশনের দফতরের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কলকাতা: এবার নির্বাচন কমিশনের নজরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। শুক্রবার দুপুর আড়াইটে থেকে বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আলোচনার অন্যতম বিষয়বস্তু হতে চলেছে রাজ্যের আইন শৃঙ্খলা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে জম্মু-কাশ্মীরের থেকেও বেশি আধাসেনা মোতায়ন হতে চলেছে। অন্তত তেমনটাই নির্বাচন কমিশন চিঠি লিখে সেই বাহিনী চেয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের থেকে। খবর সূত্রের৷
মার্চ মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই আইন-শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা চাইছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাই আগামিকাল দুপুর আড়াইটা থেকে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করবেন বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে।
অন্যদিকে, রাজ্যে লোকসভায় নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বেনজির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলার জন্য। যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারিকে পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে জম্মু-কাশ্মীরের থেকেও এ রাজ্যে লোকসভায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে।
advertisement
advertisement
জম্মু-কাশ্মীরে ৬৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। তার থেকে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়ন করার কথা বলা হয়েছে। ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি আরও অতিরিক্ত ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্ট্রংরুমে নিরাপত্তার জন্য মোতায়ন করা থাকবে। অর্থাৎ, মোট ৯৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বাংলায় লোকসভায় নির্বাচনের জন্য। এক্ষেত্রে, প্রশাসনিক মহল মনে করছে এ রাজ্যে কয়েক দফায় লোকসভা নির্বাচন হবে।
advertisement
আরও পড়ুন: ঝাঁটা হাতে মহিলারা, BJP-র বিক্ষোভে উত্তাল একের পর এক জেলা! জলকামান ছুঁড়ল পুলিশও
২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রায় ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু, এবারের নির্বাচনে বেনজীর এই বাহিনী মোতায়েন করা কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠিটি দেওয়া হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রককে, সেখানে বলা হয়েছে দেশজুড়ে ৩৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে লোকসভা নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য।
advertisement
সেই ৩৪০০ কম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই থাকছে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যা প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। চিঠিতে বলা হয়েছে ছত্তীশগড়ের জন্য ৩৬০ কোম্পানি, উত্তরপ্রদেশের জন্য ২৫২ কোম্পানি, মণিপুরের জন্য ২০০ কোম্পানি, ঝাড়খণ্ডের জন্য ২৫০ কোম্পানি, অন্ধ্রপ্রদেশের জন্য ২৫০ কোম্পানি, পাঞ্জাবের জন্য আড়াইশো কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, কোথায় সাংসদ নুসরত জাহান? ‘খোঁজ’ দিলেন দিলীপ ঘোষ
তবে সব থেকে যেটা বড় লক্ষণীয় পশ্চিমবঙ্গের জন্যই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে জল্পনা শুরু হয়েছে তাহলে একাধিক দফায় এ রাজ্যে লোকসভা ভোট হবে। জল্পনা রয়েছে তাহলে কি ৮ থেকে ৯ দফায় ভোট হবে এ রাজ্যে? যদিও নির্বাচন কমিশনের দফতরের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
একাংশের মতে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসা এবং সেই হিংসার কথা মাথায় রেখেই রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। বাহিনী মোতায়নের সংখ্যা আসার পর পরই শুক্রবারের মুখ্য নির্বাচনী আধিকারিক এর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 15, 2024 5:10 PM IST