Live: 'ধন্যবাদ দেশবাসী', জয়ের পর ট্যুইটে যা লিখলেন নরেন্দ্র মোদি...দেখুন

Last Updated:

বিপুল জয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি৷

#নয়াদিল্লি: বিপুল জয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি৷ মোদি ঝড়ের পূর্বাভাস আগে থেকে সেভাবে পাওয়া টের না পাওয়া গেলেও, গতবারের থেকেও বেশি ভোটে জয়ী হয়েছে বিজেপি৷ গতবারের থেকে বেড়েছে বিজেপির আসন৷ দিকে দিকে উড়েছে গেরুয়া আবির৷ ভোটের ফলাফল আসার পরপরই ট্যুইট করেন তিনি৷ জানান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস একসঙ্গে হয়েই এসেছে এই জয়, জানিয়েছেন মোদি৷ দেশবাসী তার সঙ্গে রয়েছেন, তাদের বিশ্বাস অর্জন করেছেন তিনি৷ মত মোদির৷ যার ফলস্বরূপ এই ফল৷
বিভিন্ন সময় নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি৷ তাই এবারও সেই সোশ্যাল মিডিয়ায় নিজের এই জয়ের বিষয়েও ট্যুইট করেন তিনি৷ এবার মোদি সরাসরি দেশবাসীকে ধন্যবাদ জানান৷ কর্মীদের পরিশ্রমেই এই ফল বলে জানিয়েছেন মোদি৷ বিজেপির কর্মকর্তাদের আত্মবিশ্বাস, অধ্যাবসায় ও অক্লান্ত পরিশ্রমের ফল ঘরে তুলেছে বিজেপি৷ উন্নয়নের জন্য এই জয় বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
এবার বিপুল ভোটে নিজের কেন্দ্র বারাণসী থেকে জিতেছেন মোদি৷ তিনি নিজে পেয়েছেন ৬ লক্ষ ৭৩ হাজার ৪৫৩ ভোট৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সপার শালিনি যাদব৷ তার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯৪ হাজার ৭৬৩৷ বিপুল মার্জিনে এবার বারাণসী থেকে জেতেন তিনি৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Live: 'ধন্যবাদ দেশবাসী', জয়ের পর ট্যুইটে যা লিখলেন নরেন্দ্র মোদি...দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement