West Bengal Lok Sabha Election 2024 Date: লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট, দেখুন কবে কোন কেন্দ্রে ভোটগ্রহণ

Last Updated:

West Bengal Lok Sabha Election 2024 Full Schedule constituencies wise Voting Date : ভোট গণনা হবে মে৷ কড়া নিরাপত্তায় মোড়া থাকবে এ বারের লোকসভা নির্বাচন৷ দেখে নিন এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কবে কবে হচ্ছে ভোট৷

নয়াদিল্লি: ঘোষিত হল লোকসভার নির্ঘণ্ট৷ আর সেই নির্ঘণ্টেই দেখা গেল, রাজ্যে মোট সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন৷  নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল৷ পশ্চিমবঙ্গে ভোট শুরু হবে ২৬ এপ্রিল৷ আর শেষ দফায় নির্বাচন রয়েছে মে, ভোট গণনা হবে ৪ জুন৷ কড়া নিরাপত্তায় মোড়া থাকবে এ বারের লোকসভা নির্বাচন৷ দেখে নিন এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কবে কবে হচ্ছে ভোট৷
তারিখ ঘোষণার পূর্বেই নির্বাচম কমিশনার বলেন, ‘এটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এই দেশের গণতন্ত্রের উৎসব পালিত হবে৷ তবে প্রতিটি নির্বাচনই একটি পরীক্ষা, সেখানে কোনও গলদের স্থান নেই৷’ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনও হবে এই সময়ে৷ কমিশনার উল্লেখ করেন তিনি, নিজে দেশের ৮০০ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷
আরও পড়ুন – ভোটের মুখে স্কুলে নিয়োগের ঘোষণা! শূন্যপদ কত? বিরাট সুখবর দিল রাজ্য সরকার
কমিশনার বলেন, আমাদের দেশে মোট ৯৬.৮ কোটি ভোটার রয়েছেন৷ ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র রয়েছে৷ মোট ৫৫ লক্ষ ইভিএম রয়েছে৷ নির্বাচন কমিশন এখনও ১৭টি লোকসভা নির্বাচন করেছে, এ বার ১৮তম নির্বাচন হতে চলেছে৷ তিনি আরও জানান, কোনও রকম হিংসা ছাড়াই নির্বাচন পরিচালনা করায় বারবার সাফল্য পেয়েছে কমিশন৷ যে খানে হিংসাদীর্ণ ছিল ভোট, সেখানেও হিংসা অনেকটা কমেছে৷ এ বারের নির্বাচনের জন্য শেষ দু’বছর ধরে কাজ করছে কমিশন৷ এ বারের লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন৷
advertisement
advertisement
এ বছরের ১০০ বছরের বেশি বয়সের মোট ২ লক্ষ মানুষ ভোট যেমন দেবেন, তেমনই ১৮-১৯ বছরের নতুন ভোটারদের সংখ্যা খুব একটা কম নয়৷ পাশাপাশি, এ বারের ভোটার তালিকায় খুব কাছাকাছি রয়েছে পুরুষ ও মহিলাদের নির্বাচকের সংখ্যা৷ ১৮ থেকে ৩০ বছরের ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২১ কোটির কাছাকাছি৷ মহিলা ভোটারের সংখ্যাও বেড়েছে অনেকটা৷ কোনও কোনও রাজ্যে এমনও দেখা গিয়েছে, পুরুষ ভোটারের সংখ্যার থেকেও বেড়ে গিয়েছে মহিলা ভোটারের সংখ্যা৷ যুব ভোটারদের পাশাপাশি, মহিলা ভোটারদের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ প্রথম ভোটারের সংখ্যা ১.৮ কোটি৷
advertisement

এ বার দেখে নিন, রাজ্য ঠিক কোন তারিখে, কোন আসনে ভোট হচ্ছে..

প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট
তৃতীয় দফা –  ৭ মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ,  জঙ্গিপুর
চতুর্থ দফা – ১৩ মে –  রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুর
advertisement
পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,
ষষ্ঠ দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল
সপ্তম দফা – ১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর, বসিরহাট
ভোট গণনা – ৪ জুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal Lok Sabha Election 2024 Date: লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট, দেখুন কবে কোন কেন্দ্রে ভোটগ্রহণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement