Lockdown| লকডাউনে ৫৪ হাজার মৃত্যু এড়ানো গিয়েছে, বলছে কেন্দ্র

Last Updated:

নীতি আয়োগের ডেটা বলছে, প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ের লকডাউনের জেরে ১৪ থেকে ২৯ লক্ষ করোনা আক্রান্ত এড়ানো গিয়েছে৷ এছাড়া ৫৪ হাজার মৃত্যুও এড়ানো গিয়েছে৷

#নয়াদিল্লি: লকডাউন ধীরে ধীরে উঠছে৷ নিয়ম শিথিল করা হচ্ছে একের পর এক সেক্টরে৷ কিন্তু প্রশ্ন হল, লকডাউনে কি আদৌ কিছু লাভ হচ্ছে? কেন্দ্রের দাবি, লকডাউনের ফলেই নাকি করোনা ভাইরাসের জেরে ৫৪ হাজার মৃত্যু আটকানো গিয়েছে ভারতে৷
নীতি আয়োগের ডেটা বলছে, প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ের লকডাউনের জেরে ১৪ থেকে ২৯ লক্ষ করোনা আক্রান্ত এড়ানো গিয়েছে৷ এছাড়া ৫৪ হাজার মৃত্যুও এড়ানো গিয়েছে৷ গত ২৫ মার্চ ভআরতে লকডাউন শুরু হয়৷ বর্তমানে চতুর্থ পর্যায়ের লকডাউন চলছে দেশে৷
নীতি আয়োর সদস্য বিনোদ পালের কথায়, 'লকডাউন ১ ও ২ থেকে ডেটা সংগ্রহ করেই হিসেবটি করা হয়েছে৷ পরিস্থিতি আরও খারাপ হতে পারত ভারতে৷ আমরা যে ডেটা তৈরি করেছি, তা ৯৫ শতাংশ ঠিক বলেই আমরা নিশ্চিত৷ যার নির্যাস, দেশ সঠিক পথেই রয়েছে৷'
advertisement
advertisement
নীতি আয়োগ ছাড়াও আরও কয়েকটি সংস্থার ডেটায় দাবি করা হয়েছে, ৩৭ হাজার থেকে ৭৮ হাজার মৃত্যু এড়ানো গিয়েছে লকডাউনের ফলে৷ তথ্য বলছে, দেশের ৯০ শতাংশ করোনা ভাইরাস কেসই মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, কর্নাটক ও পশ্চিমবঙ্গে৷
শহরের দিক থেকে দেখতে গেলে, ৭০ শতাংশ কেসই মুম্বই, দিল্লি, চেন্নাই, আহমেদাবাদ, থানে, পুনে, ইনদওর, কলকাতা, হায়দরাবাদ ও ঔরঙ্গাবাদের৷ বিনোদের কথায়, ডেটা বলছে, করোনা মূলত শহরাঞ্চলেই বেশি আঘাত করেছে৷ গ্রামাঞ্চলকে কাবু করতে পারেনি খুব একটা৷
advertisement
ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭৷ সাড়ে ৩ হাজারের উপর মৃত্যু হয়েছে৷প্রায় ৪৯ হাজার মানুষের করোনা সেরে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| লকডাউনে ৫৪ হাজার মৃত্যু এড়ানো গিয়েছে, বলছে কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement