জীবন্ত যুবককে ৬ ঘণ্টা ফেলে রাখা হল মর্গে

Last Updated:

বেঁচে থাকা অবস্থায় যুবককে মর্গে রাখা হল প্রায় ৬ ঘণ্টা ৷ এমনটাই দাবি করেছেন ২৩ বছরের মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷

#বেঙ্গালুরু: বেঁচে থাকা অবস্থায় যুবককে মর্গে রাখা হল প্রায় ৬ ঘণ্টা ৷ এমনটাই দাবি করেছেন ২৩ বছরের মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷ KIMS হাসপাতালের চিকিৎসকেরা ওই যুবককে মত বলে ঘোষণা করেছিল ৷ কিন্তু পরিবারের দাবি ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে মর্গে বেঁচে ছিল ওই যুবক ৷ এরপর তড়ঘড়ি যুবককে অন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
মৃত যুবক প্রভীন মুলে কর্ণাটকের হুব্বালির বাসিন্দা ৷ সোমবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ মৃত যুবকের ভাই জানান, ‘সোমবার সকালে আমার কাছে ফোন আসে যে ভাই পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৷ তাকে KIMS হাসপাতালে ভর্তি করা হয় ভোর ৩:৩০ নাগাদ ৷ হাসপাতালে পৌঁছে সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ ’
advertisement
এরপর তাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানে তাকে দেখতে চাওয়া হলে সকাল ১০:৩০ যেতে বলা হয় বলে জানায় প্রভীনের দাদা ৷ এরপর বন্ধুকে নিয়ে মর্গে পৌঁছলে ফ্রিজার থেকে যুবকের মৃতদেহ বাইরে আনা হয় ৷ সেই সময় প্রভীনের দেহ কাঁপতে দেখা যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা ৷ এরপর অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
advertisement
advertisement
KIMS হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সমস্ত পরীক্ষা করার পরেই যুবককে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা বলে তাদের দাবি ৷ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জীবন্ত যুবককে ৬ ঘণ্টা ফেলে রাখা হল মর্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement