জীবন্ত যুবককে ৬ ঘণ্টা ফেলে রাখা হল মর্গে
Last Updated:
বেঁচে থাকা অবস্থায় যুবককে মর্গে রাখা হল প্রায় ৬ ঘণ্টা ৷ এমনটাই দাবি করেছেন ২৩ বছরের মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷
#বেঙ্গালুরু: বেঁচে থাকা অবস্থায় যুবককে মর্গে রাখা হল প্রায় ৬ ঘণ্টা ৷ এমনটাই দাবি করেছেন ২৩ বছরের মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷ KIMS হাসপাতালের চিকিৎসকেরা ওই যুবককে মত বলে ঘোষণা করেছিল ৷ কিন্তু পরিবারের দাবি ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে মর্গে বেঁচে ছিল ওই যুবক ৷ এরপর তড়ঘড়ি যুবককে অন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
মৃত যুবক প্রভীন মুলে কর্ণাটকের হুব্বালির বাসিন্দা ৷ সোমবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ মৃত যুবকের ভাই জানান, ‘সোমবার সকালে আমার কাছে ফোন আসে যে ভাই পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৷ তাকে KIMS হাসপাতালে ভর্তি করা হয় ভোর ৩:৩০ নাগাদ ৷ হাসপাতালে পৌঁছে সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ ’
advertisement
এরপর তাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানে তাকে দেখতে চাওয়া হলে সকাল ১০:৩০ যেতে বলা হয় বলে জানায় প্রভীনের দাদা ৷ এরপর বন্ধুকে নিয়ে মর্গে পৌঁছলে ফ্রিজার থেকে যুবকের মৃতদেহ বাইরে আনা হয় ৷ সেই সময় প্রভীনের দেহ কাঁপতে দেখা যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা ৷ এরপর অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
advertisement
advertisement
KIMS হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সমস্ত পরীক্ষা করার পরেই যুবককে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা বলে তাদের দাবি ৷ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2018 3:55 PM IST