Punjab: মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছেই পড়ে তাজা বোমার শেল! তুমুল চাঞ্চল্য় পঞ্জাবে
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বোমার শেলটি উদ্ধার হওয়ার পরই মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজিপি পদমর্যাদার এক পুলিশ কর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
#চণ্ডীগড়: পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত সিং মানের বাসভবনের খুব কাছে উদ্ধার হল একটি তাজা বোমের শেল। সোমবার বিকেলে চণ্ডীগড়ে কনসল থেকে নয়াগাওগামী রাস্তায় উদ্ধার হয় সেলটি। যেখানে বোমার শেল উদ্ধার হয়েছে, সেই জায়গাটির থেকে মুখ্য়মন্ত্রীর সরকারি বাসভবনের দূরত্ব মাত্র দু' কিলোমিটার। হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর যে হেলিপ্য়াড ব্য়বহার করেন, সেটিও ভগবন্ত মানের বাসভবনের খুবই কাছে।
বোমার শেলটি উদ্ধার হওয়ার পরই মুখ্য়মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজিপি পদমর্যাদার এক পুলিশ কর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর অবশ্য় দাবি, যে জায়গায় বোমার শেল উদ্ধার হয়েছে সেখান থেকে মুখ্য়মন্ত্রীর বাসভবনের দূরত্ব অনেকটাই। তাছাড়া এর আগেও এই ধরনের শেল উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
পঞ্জাবের অন্য়ান্য় পুলিশ কর্তাদেরও দাবি, ভগবন্ত মান বা হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টরের বাসভবনকে নিশানা করা হয়েছিল, এমন ভাবার কারণ নেই। ঘটনাস্থলে কোনও ডিটোনেটরও পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে মনে করা হয়েছ, এটি কোনও কামানের গোলা হতে পারে।
বোমার শেল পড়ে থাকার খবর পায় পঞ্জাব পুলিশের কন্ট্রোল রুম। এর পরেই তৎপরতা শুরু হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 7:43 PM IST