'উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা'

Last Updated:

একদিন মেয়াদ বাড়িয়ে আজ রাজ্যসভায় বিলটি পেশ হয়েছে । যদিও বিরোধীদের হট্টগোলে রাজ্যসভা উত্তাল থাকলেও বিলটি পাশ হয়ে যাবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

#সোলাপুর: গতকালই লোকসভায় পাশ হয়েছে উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল ৷ সংশ্লিষ্ট বিলের বিপক্ষে সরব বিরোধীরা । উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য ১০% সংরক্ষণের জন্য বিলটি পাশ হয়েছে লোকসভায় । একদিন মেয়াদ বাড়িয়ে আজ রাজ্যসভায় বিলটি পেশ হয়েছে । যদিও বিরোধীদের হট্টগোলে রাজ্যসভা উত্তাল থাকলেও বিলটি পাশ হয়ে যাবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মহারাষ্ট্রের সোলাপুরের একটি জনসভায় মোদি জানিয়েছেন জনমতকে মর্যাদা দিয়েই শেষপর্যন্ত সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে যাবে এই বিল। পাশাপাশি, এই বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা, এই অভিযোগও তুলেছেন মোদি ।
অবিচারের মানসিকতা পরিবর্তন হোক ও সর্বস্তরের মানুষই সমানাধিকার পাক এটাই কাম্য , মন্তব্য মোদির ।এই 'ঐতিহাসিক' বিলের মাধ্যমেই প্রত্যেকের বিকাশের লক্ষ্যপূরণ সম্ভব, আশ্বাস মোদির।
advertisement
advertisement
advertisement
উচ্চবর্ণ সংরক্ষণ ছাড়াও এই মুহূর্তে সিটিজেনশিপ বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি । তবে এই বিলের কারণে অসম ও উত্তর-পূর্বের নাগরিকদের অধিকার কোনওভাবেই খর্ব হবে, সোলাপুরে আশ্বাস মোদির।
advertisement
গতকালই লোকসভায় পাস হয়েছে উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল ৷ সংশোধনীর পক্ষে ভোট পড়েছে ৩২৩টি ও বিপক্ষে ভোট পড়ছে ৩টি ৷ যদিও, ভোটের মুখে এ সব গিমিক, কেন্দ্রকে কটাক্ষ বিরোধীদের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা'
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement