'উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা'

Last Updated:

একদিন মেয়াদ বাড়িয়ে আজ রাজ্যসভায় বিলটি পেশ হয়েছে । যদিও বিরোধীদের হট্টগোলে রাজ্যসভা উত্তাল থাকলেও বিলটি পাশ হয়ে যাবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

#সোলাপুর: গতকালই লোকসভায় পাশ হয়েছে উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল ৷ সংশ্লিষ্ট বিলের বিপক্ষে সরব বিরোধীরা । উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য ১০% সংরক্ষণের জন্য বিলটি পাশ হয়েছে লোকসভায় । একদিন মেয়াদ বাড়িয়ে আজ রাজ্যসভায় বিলটি পেশ হয়েছে । যদিও বিরোধীদের হট্টগোলে রাজ্যসভা উত্তাল থাকলেও বিলটি পাশ হয়ে যাবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
মহারাষ্ট্রের সোলাপুরের একটি জনসভায় মোদি জানিয়েছেন জনমতকে মর্যাদা দিয়েই শেষপর্যন্ত সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে যাবে এই বিল। পাশাপাশি, এই বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা, এই অভিযোগও তুলেছেন মোদি ।
অবিচারের মানসিকতা পরিবর্তন হোক ও সর্বস্তরের মানুষই সমানাধিকার পাক এটাই কাম্য , মন্তব্য মোদির ।এই 'ঐতিহাসিক' বিলের মাধ্যমেই প্রত্যেকের বিকাশের লক্ষ্যপূরণ সম্ভব, আশ্বাস মোদির।
advertisement
advertisement
advertisement
উচ্চবর্ণ সংরক্ষণ ছাড়াও এই মুহূর্তে সিটিজেনশিপ বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি । তবে এই বিলের কারণে অসম ও উত্তর-পূর্বের নাগরিকদের অধিকার কোনওভাবেই খর্ব হবে, সোলাপুরে আশ্বাস মোদির।
advertisement
গতকালই লোকসভায় পাস হয়েছে উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল ৷ সংশোধনীর পক্ষে ভোট পড়েছে ৩২৩টি ও বিপক্ষে ভোট পড়ছে ৩টি ৷ যদিও, ভোটের মুখে এ সব গিমিক, কেন্দ্রকে কটাক্ষ বিরোধীদের।
বাংলা খবর/ খবর/দেশ/
'উচ্চবর্ণ সংরক্ষণ বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement