আদালতে নেই স্যানিটারি ন্যাপকিন, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ন্যাপকিনের প্রয়োজন হওয়ায় তিনি যখন আদালতের ডিসপেনসারিতে যান তখনই তিনি এর অভাব লক্ষ্য করেন৷
#দিল্লি: আদালতে নেই স্যানিটারি ন্যাপকিন৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন আইনজীবী৷ আদালত চত্বরে ভেন্ডিং মেশিন বা অন্য কোনওভাবে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা যাতে হয়, তার নির্দেশ জারি করার অনুরোধ জানিয়েছেন ওই ইন্টার্ন আইনজীবী। চিঠিতে তিনি এও লিখেছেন, আদালতের ডিসপেনসারিতেও স্যানিটারি ন্যাপকিন নেই।
ইন্টার্ন আইনজীবী জানিয়েছেন, ১ অগাস্ট থেকে উচ্চ আদালতের একজন আইনজীবীর অধীনে কাজ করছেন তিনি৷ ন্যাপকিনের প্রয়োজন হওয়ায় তিনি যখন আদালতের ডিসপেনসারিতে যান৷ কিন্তু প্রয়োজনের জিনিসটি পাননি৷ যার জেরে রীতিমতো সমস্যায় পড়েন৷
advertisement
advertisement
আরও পড়ুন: ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা
আইনজীবী তাঁর চিঠিতে লিখেছেন, "আমি আপনাকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করছি৷ ভেন্ডিং মেশিনের মাধ্যমে বা অন্য কোনও উপায়ে দিল্লি হাইকোর্টে স্যানিটারি ন্যাপকিনের প্রাপ্যতার প্রয়োজনীয় নির্দেশ জারি করলে বাধিত হব৷"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 11:31 PM IST